shono
Advertisement

Breaking News

১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ছড়ানো হচ্ছে ‘ভুল তথ্য’! কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

'রাজ্য সরকারের বদনাম করার চেষ্টা', সোশাল মিডিয়ায় সরব মমতা।
Posted: 03:49 PM Nov 02, 2023Updated: 04:13 PM Nov 02, 2023

গৌতম ব্রহ্ম: ১০০ দিনের কাজ নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর চলছেই। গ্রামবাংলার প্রান্তিক কৃষক-শ্রমিকদের প্রাপ্য আদায়ে দিল্লির দরবারে তৃণমূলের (TMC) বড়সড় আন্দোলনের পরও মেলেনি সুরাহা। পুজোর পর ফের প্রাপ্য আদায়ের দাবিতে আবারও আন্দোলনের আঁচ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষয়টিতে রাজ্যপালও হস্তক্ষেপ করেছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রের তরফে ১০০ দিনের কাজ নিয়ে তাঁকে চিঠি পাঠানো হয়েছে। এমনই যখন পরিস্থিতি, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় সরব হয়ে অভিযোগ তুললেন, ১০০ দিনের কাজের টাকা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। রাজ্য সরকারের বদনাম ছড়ানোর জন্যই এমনটা চলছে।

Advertisement

X হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অভিযোগ, MGNREGA প্রকল্পের বকেয়া প্রাপ্তি নিয়ে ভুল তথ্য ছড়ানোর ঘটনা তাঁর চোখে পড়েছে। প্রচার চলছে, কেন্দ্র নাকি বকেয়া মিটিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য। লাগাতার রাজ্য সরকারের তরফে তার প্রতিবাদ চলছে। কিন্তু কেন্দ্র টাকা আটকেই রেখেছে। মানুষকে বোকা বানানোর জন্য এসব অপপ্রচার চলছে। সোশাল মিডিয়ায় (Social Media) তিনি আরও লিখেছেন, ”আমরা নিজেদের অধিকারের দাবিতে সঠিক পথে আন্দোলন চালিয়ে যাব। এসব অপপ্রচারের মাঝেও আমাদের বঞ্চিত শ্রমিক-কৃষকরা নিজেদের বকেয়া আদায়ের দাবি থেকে পিছিয়ে যাবে না।”

[আরও পড়ুন: রোগীকে নার্সিংহোমে পাঠালে ব‌্যবস্থা, সরকারি চিকিৎসা কেন্দ্র নিয়ে নির্দেশ রাজ্যের]

পুজোর আগে থেকেই ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে রাজ্যের শাসকদলের সুর চড়েছে। এমনকী দিল্লিতেও তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি যথেষ্ট আলোড়ন ফেলেছে। এর পর ফিরে রাজভবনের সামনেও বেশ কয়েকদিন ধরনা চালান বঞ্চিত কৃষক-শ্রমিকরা। রাজ্যপাল আশ্বাস দেন, তিনি বঞ্চিতদের হয়ে কেন্দ্রের কাছে বকেয়া মেটানোর দাবি তুলবেন। তাতেও কাজ না হলে নভেম্বর থেকে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে কেন্দ্রের তরফে রাজ্যপালকে চিঠি পাঠানো নিয়ে ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন: ইজরায়েলের ধাঁচেই ভারতে হামলার ছক! সেনাকে প্রস্তুত থাকার বার্তা রাজনাথের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement