shono
Advertisement

মমতার প্রতিবাদ মিছিলে মানুষের ঢল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোড়া থেকেই নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন৷ সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরেছেন দিল্লির দরবারেও৷ এবার নিজের রাজ্যে ডাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিলকেও সমর্থন করলেন সাধারণ মানুষ৷ মিছিলে হাজির শিল্পী-সাহিত্যিক থেকে শুরু করে টলিউডের কলাকুশলীরা৷ আচমকা নোট নাকচের সিদ্ধান্তে ঘোর বিপাকে পড়েছেন সাধারণ মানুষ৷ তা নিয়ে সবার আগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ […] The post মমতার প্রতিবাদ মিছিলে মানুষের ঢল appeared first on Sangbad Pratidin.
Posted: 06:35 PM Nov 28, 2016Updated: 01:13 PM Nov 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোড়া থেকেই নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন৷ সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরেছেন দিল্লির দরবারেও৷ এবার নিজের রাজ্যে ডাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিলকেও সমর্থন করলেন সাধারণ মানুষ৷ মিছিলে হাজির শিল্পী-সাহিত্যিক থেকে শুরু করে টলিউডের কলাকুশলীরা৷

Advertisement

আচমকা নোট নাকচের সিদ্ধান্তে ঘোর বিপাকে পড়েছেন সাধারণ মানুষ৷ তা নিয়ে সবার আগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ একাধিকবার রাষ্ট্রপতি সকাশে গিয়ে শুনিয়ে এসেছেন ভোগান্তির কথা৷ বিরোধীরা দিল্লিতে একজোট হয়ে সিদ্ধান্তের প্রতিবাদে আক্রোশ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিল৷ সেইমতো এ রাজ্যেও প্রতিবাদ মিছিলের ডাক দেন তিনি৷ মিছিলে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের পাশাপাশি ছিলেন সাধারণ মানুষও৷ দেখা গেল দেব, হিরণ, রুদ্রনীল ঘোষ, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, অনীক ধর-সহ টলিউডের বহু অভিনেতা-পরিচালকরাও৷

এদিন বনধ ডেকেছিল বামেরাও৷ যদিও সাধারণ মানুষ তাতে কোনও আগ্রহ দেখায়নি৷ এদিনে পার্থ চট্টোপাধ্যায় এ নিয়ে বামেদের কটাক্ষ করে বলেন, ঠাণ্ডা ঘরে বসে বনধ দেখেছে বামেরা৷ মানুষ তা সমর্থন করেনি৷

প্রতিবাদ মিছিল থেকে মমতা কী বার্তা দেন তারই অপেক্ষায় রাজ্যবাসী৷

#PratibadDibas march against #DeMonetisation pic.twitter.com/FFHN6QsBKI

— AITC (@AITCofficial) November 28, 2016

The post মমতার প্রতিবাদ মিছিলে মানুষের ঢল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement