shono
Advertisement

আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিকরের শেষকৃত্য, থাকবেন মোদি

শোকের ছায়া রাজনৈতিক মহলে৷ The post আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিকরের শেষকৃত্য, থাকবেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:38 AM Mar 18, 2019Updated: 01:05 PM Mar 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি৷ রবিবারই ইহলোক ছেড়ে অমৃতলোকের পথে পাড়ি দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর৷ তাঁর মৃত্যুতে সোমবার এক দিনের জাতীয় শোক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এদিকে, গোয়ায় সোমবার থেকে টানা সাতদিন শোক পালন করা হবে। আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গোয়ায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷

Advertisement

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পানাজিতে বিজেপি রাজ্য দপ্তরে প্রয়াত মুখ্যমন্ত্রীর দেহ শায়িত রাখা হবে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে কলা অ্যাকাডেমিতে। সকাল ১০.৩০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সেখানে শায়িত থাকবে পারিকরের দেহ৷ গোয়ার প্রয়াত মুখ্যমন্ত্রীকে সেখানেই জানানো যাবে শেষ শ্রদ্ধা৷

[প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর, শোকের ছায়া রাজনৈতিক মহলে]

সাড়ে ৪টে থেকে ৫টার মধ্যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিকরের শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই গোয়ায় রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার গোয়ার সমস্ত সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন পারিকর৷ বিদেশে গিয়েও চিকিৎসা হয়েছে তাঁর৷ এইমস এবং মুম্বইয়ের বিশেষ চিকিৎসকদলও গোয়ার মুখ্যমন্ত্রীকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন৷ তাঁর দপ্তর থেকে টুইট করে জানানো হয়, শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে৷ উদ্বেগ বাড়ছিল দলের মধ্যে৷ রবিবার সন্ধ্যায় পারিকরের শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতির খবর ছড়িয়ে পড়ার পরে পানাজিতে তাঁর বাসভবনের বাইরে উদ্বিগ্ন মানুষজন ভিড় করতে শুরু করেছিলেন। ভিড় কার্যত জনসমুদ্রের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন করতে হয়। একে একে আত্মীয়স্বজনরাও উপস্থিত হতে থাকেন। অবশেষে চিকিৎসকরা জানান, মারা গিয়েছেন মনোহর পারিকর৷ মাত্র ৬৩ বছর বয়সে এমন দক্ষ রাজনীতিকের মৃত্যু রাজনৈতিক মহলে অপূরণীয় ক্ষতি৷

The post আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিকরের শেষকৃত্য, থাকবেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement