সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ৫০০, ১০০০ টাকার নোট বাতিল হয়েছে৷ বদলে ইতিমধ্যেই বাজারে এসেছে ২০০০ টাকার নোট৷ ৫০০ টাকার নতুন নোট বাজারে এসে গেলেও এখনও সাধারণ মানুষের হাতে পৌঁছয়নি৷ কিন্তু টাকার অভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ৷ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের সমস্ত এটিএমের টাকা শেষ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু৷ কেন্দ্রর কাছে তিনি ২০০ টাকার নোট চালু করার দাবি জানান এদিন৷
এক বিবৃতিতে তিনি বলেন, গত শুক্রবার থেকে টাকা ফুরিয়ে যাওয়ার কারণে রাজ্যের বহু অংশের এটিএম বন্ধ৷ এর ফলে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ গত সোমবার নায়ডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সমালোচনা করেন এবং জানান, নতুন ২০০০ টাকার নোট নিয়ে সাধারণ মানুষের বিশেষ সুবিধা হবে না৷ বরং তাঁরা সমস্যার সম্মুখীন হবেন এত বড় নোট খুচরো করতে৷