shono
Advertisement

‘নষ্ট হচ্ছে গোপনীয়তা’, জ্যোতিপ্রিয়র চিকিৎসা প্রসঙ্গে হাই কোর্টে বিস্ফোরক কম্যান্ড হাসপাতাল

'চোরাকারবারি বা পাচারকারীদেরও চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে', দাবি হাসপাতাল কর্তপক্ষের।
Posted: 08:35 PM Nov 08, 2023Updated: 08:35 PM Nov 08, 2023

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে নিম্ন আদালতের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আলিপুরের কম্যান্ড হাসপাতালের। গোপনীয়তা নষ্টের অভিযোগে সরব হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার হাই কোর্টের পুজো অবকাশকালীন বেঞ্চের বিচারপতি রাজা বসু রায়চৌধুরীর এজলাসে মামলার শুনানিতে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ আনে।

Advertisement

কম্যান্ড হাসপাতালের আইনজীবী অমৃতা পাণ্ডে জানান, “কম্যান্ড হাসপাতালের গোপনীয়তা নষ্ট হচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক নেতা বা মন্ত্রী নন, মাঝে মাঝে চোরাকারবারি বা পাচারকারীদেরও চিকিৎসার জন্য কম্যান্ড হাসপাতালে পাঠাচ্ছে নিম্ন আদালত।” তবে ইডির আইনজীবী জানান, “কল্যাণীর এইমসে চিকিৎসা করাতে ইডির কোন অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে সেটা এখান থেকে প্রায় ৩ ঘন্টার রাস্তা। ইডির পক্ষ থেকে এদিন আদালতে তারা জানান এ বিষয়ে তারা উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন।”

[আরও পড়ুন: মন্ত্রীপদে রইলেন বালুই, সাংগঠনিক দায়িত্ব অন্য মন্ত্রীদের দিলেন মমতা]

বিচারপতির মতে, “সেনাবাহিনীর গুরুত্ব সকলের আগে।” এবিষয়ে ইডি এবং কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষের নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানসূত্র বের করার পরামর্শ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ফের মামলার শুনানি। উল্লেখ্য, ইডি হেফাজতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা করতে নারাজ কম্যান্ড হাসপাতাল। যা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার তারা আদালতে জানায়, সাধারণ মানুষের চিকিৎসা এই হাসপাতালে দেওয়া সম্ভব নয়। বহু গোপনীয়তার বিষয় রয়েছে কম্যান্ড হাসপাতালে। সেই কারণে এখানে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয়।

[আরও পড়ুন: টাকার বদলে প্রশ্ন ইস্যুতে আরও চাপে মহুয়া, এবার সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement