সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্যটক বা বিদেশী মহিলা অতিথিদের হিজাব পরতে হবে৷ এমনকী তাঁরা খেলোয়াড় হলেও ছাড় নেই৷ এমনই ফতোয়া দিয়েছিল ইরান সরকার৷ আর তার প্রতিবাদে নবম এশিয়ান এয়ারগান শুটিং চ্যাম্পিয়নশিপ থেকে নিজের নাম প্রত্যাহার করলেন ভারতীয় শুটার হিনা সিধু৷
টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটেই এই নিয়মের কথা জানানো হয়েছিল৷ বলা হয়েছিল, ইরানের সংস্কৃতি মেনেই প্রকাশ্য স্থানে মহিলাদের হিজাব পরতে হবে৷ ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনও ইরানের রীতিনীতিকে সম্মান দিয়ে তা মানতে রাজি হয়েছিল৷ জানা যাচ্ছে, দেশের অন্যান্য শুটাররাও এ নিয়ে কোনও আপত্তি তোলেননি৷ কিন্তু ব্যতিক্রম ওলিম্পিয়ান হিনা সিধু৷ তিনি জানিয়েছেন, “বিদেশী অতিথিদের হিজাব পরতে বাধ্য করা মোটেও খেলোয়াড়সুলভ ব্যাপার নয়৷ এ জিনিসটা আমার মোটেও ভাল লাগেনি৷ তাই নাম তুলে নিয়েছি৷” নিজের সিদ্ধান্তর আরও ব্যাখ্যা করে তিনি জানান, “ওঁরা ওঁদের ধর্ম পালন করছে করুক, আমি আমার বিশ্বাসে স্থির থাকি৷ যদি অন্য কেউ তাঁর ধর্মবিশ্বাস আমার উপর চাপিয়ে দিতে চায়, তবে আমি তা মানতে নারাজ৷ সে কারণেই এই প্রতিযোগিতা আমি নাম তুলে নিয়েছি৷” তবে অন্য কেউ তাঁর এ সিদ্ধান্তে প্রভাবিত হোক এমনটাও চান না তিনি৷ কোনও বিপ্লবও যে তিনি করছেন তেমনটাও ভাবছেন না সিধু৷ তিনি জানাচ্ছেন, এটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত৷ দেশের রাইফেল অ্যাসোসিয়েশনকে তাঁর সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বাকিদের জন্য সাফল্য কামনা করেছেন এই ভারতীয় শুটার৷
The post হিজাবে আপত্তি, শুটিং টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার সিধুর appeared first on Sangbad Pratidin.