shono
Advertisement

দিল্লিতে পিটিয়ে খুন আফ্রিকান যুবককে

পিটিয়ে নৃশংস ভাবে খুন করা হল এক আফ্রিকান যুবককে৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দিল্লির বসন্তকুঞ্জ এলাকায়৷ নিহত যুবকের নাম এমটি অলিভা (২৩)৷ আদি বাড়ি কঙ্গোয়৷ The post দিল্লিতে পিটিয়ে খুন আফ্রিকান যুবককে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:06 PM May 21, 2016Updated: 03:36 PM May 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিটিয়ে নৃশংস ভাবে খুন করা হল এক আফ্রিকান যুবককে৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দিল্লির বসন্তকুঞ্জ এলাকায়৷ নিহত যুবকের নাম এমটি অলিভা (২৩)৷ আদি বাড়ি কঙ্গোয়৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, আদতে কঙ্গোর বাসিন্দা অলিভা বর্তমানে দিল্লির একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদেশি ভাষা শেখাতেন৷ শুক্রবার রাতে বাড়ি ফেরার জন্য বসন্তকুঞ্জ এলাকায় হাজির হন অলিভা৷ অটোতে কে আগে চাপবেন তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি৷ বিবাদ দাঁড়ায় হাতাহাতিতে, অলিভাকে লাঠি এবং পাথর নিয়ে তাড়া করে ওই যুবকরা৷ প্রায় ২০ মিটার দৌঁড়ে অলিভাকে ধরে পেলে ওই যুবকরা৷ পাথর-ইট দিয়ে আফ্রিকান যুবকের উপর হামলা চালানো হয়৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অলিভা৷ জখম অলিভাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তাঁর মাথায় এবং মুখে আঘাত লেগেছিল৷ এই ঘটনার পিছনে বর্ণবিদ্বেষের অভিযোগও উড়িয়ে দেয়নি পুলিশ৷ খুনের মামলা রুজু করলেও এখন ধরা পড়েনি কোন অভিযুক্ত৷ গত মার্চ মাসে দিল্লিতে বাড়ির মধ্যেই পিটিয়ে খুন করা হয় এক নাইজিরীয় ফুটবল কোচ এবং তাঁর বন্ধুকে৷ পর পর এইরকম ঘটনা নিয়ে ঘরে বাইরে প্রবল চাপের মুখে দিল্লি পুলিশ৷

The post দিল্লিতে পিটিয়ে খুন আফ্রিকান যুবককে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement