shono
Advertisement

স্বাধীন হলে ‘শয়তান’হবে নারীরা! যোগীর লেখা ঘিরে তীব্র বিতর্ক

ধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ধিক্কার জানানোর দাবিও করা হয়েছে৷ The post স্বাধীন হলে ‘শয়তান’ হবে নারীরা! যোগীর লেখা ঘিরে তীব্র বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 08:56 AM Apr 18, 2017Updated: 01:48 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম মহিলাদের তিন তালাকের বিরুদ্ধে শামিল হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তারই মধ্যে এবার তাঁর বিরুদ্ধে নারীকে অসম্মানের অভিযোগ আনল কংগ্রেস৷ বিরোধীদের দাবি, নিজের ওয়েবসাইটের একটি কলামে মহিলাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন আদিত্যনাথ৷ এর জন্য তাঁর ক্ষমা চাওয়ারও দাবি তোলা হয়েছে৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ধিক্কার জানানোর দাবিও করা হয়েছে৷

Advertisement

[কাশ্মীরে সেনা জিপে বাঁধা বিক্ষোভকারী, সেনার পাশেই দাঁড়াল কেন্দ্র]

কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালার অভিযোগ, একটি কলামে আদিত্যনাথ নারী সমাজকে অসম্মান করেছেন৷ কলামে লেখা আছে, পুরুষরাই নারীদের রক্ষা করবে৷ নারীকে বেশি স্বাধীনতা দেওয়া একেবারেই উচিত নয়৷ পুরুষদের মতো শক্তিশালী, সাহসী এবং স্বাধীন হয়ে গেলে নারী ‘শয়তান’ হয়ে উঠবে৷ শুধু তাই নয়, মহিলাদের শক্তি বেড়ে গেলে তা ধ্বংস ডেকে আনে৷ এমন বিস্ফোরক কথা লেখা রয়েছে বলে জানান তিনি৷ মুখপাত্রের দাবি, এই মন্তব্যের মধ্যে দিয়েই আদিত্যনাথ তথা বিজেপি-র মহিলাবিরোধী মনোভাব স্পষ্ট ফুটে ওঠে৷

[‘তিন তালাক নিয়ে যাঁরা নীরব, তাঁরাও সমান দোষী’]

তবে এই কথা কবে লেখা হয়েছিল অথবা কবে ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল, তার কোনও উল্লেখ করেননি কংগ্রেস মুখপাত্র৷ তাঁর মতে, নারী সমাজ নিয়ে একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এ ধরনের মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ তাই আদিত্যনাথের ক্ষমা চাওয়া উচিত৷ ওয়েবসাইট থেকে আর্টিকেলটি মুছে ফেলারও দাবি জানান তিনি৷ পাশাপাশি প্রধানমন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছেও তাঁর আর্জি, যোগীর এমন মন্তব্যের তীব্র নিন্দা করা হোক৷

The post স্বাধীন হলে ‘শয়তান’ হবে নারীরা! যোগীর লেখা ঘিরে তীব্র বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement