সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের স্বপ্নের মহাজোটে বড়সড় ধাক্কা৷ মায়াবতীর পর, মধ্যপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট গড়ার পথ থেকে সড়ে দাঁড়াল সমাজবাদী পার্টি৷ শনিবার সাংবাদিক সম্মেলনে করে একথা ঘোষণা করলেন দলের নেতা অখিলেশ যাদব৷ জানালেন, কংগ্রেসের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন৷ কিন্তু রাহুলের দলের দিক থেকে কোনও প্রস্তাব আসেনি৷ ফলে মায়াবতীর বিএসপির সঙ্গেই জোট গড়ছেন তাঁরা৷
[বিতর্কের মধ্যেই পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা কমিশনের]
পরপর গত কয়েকটি নির্বাচনে একসঙ্গে লড়াই করে উত্তরপ্রদেশে ভাল ফল করেছে কংগ্রেস, বিএসপি ও সমাজবাতী পার্টি৷ গো-বলয়ে উপ-নির্বাচনে বিজেপিকে জোড় ধাক্কা দিয়েছে বুয়া-ভাতিজার সঙ্গে রাহুলের জুটি৷ সেই থেকেই আরও পোক্ত হয় মহাজোটের ভিত৷ এরপর তা পূর্ণতা পায় কর্ণাটক নির্বাচনে৷ সেখানে বিজেপির সঙ্গে কড়া টক্কর দিয়ে সরকার গড়ে কংগ্রেস ও জেডিএস জুটি৷ এরপর কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে এইচডি কুমারস্বামীর শপথগ্রহণে চাঁদের হাট দেখে ভারতীয় রাজনৈতিক মহল৷ সেখানে একমঞ্চে উপস্থিত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিএসপি নেত্রী মায়াবতী, সমাজবাদী পার্টি অখিলেশ যাদব, কংগ্রেসের সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী প্রমুখ রাজনৈতিক ব্যক্তিত্ব৷ সেখান থেকেই মহাজোটের স্বপ্ন দেখতে শুরু করেন তাঁরা৷ একের বিরুদ্ধে এক কৌশলে বিজেপিকে মাত দিতে কোমর বেঁধে নামেন বিরোধীরা৷ তবে সমাজবাদী পার্টির এই হঠাৎ জোট ছেড়ে বেড়িয়ে যাওয়ায় আশঙ্কার মেঘ দেখছে রাজনৈতিক মহল৷
[ভোটের আগে রাম মন্দির না হলে হারতে হবে বিজেপিকে: বিশ্ব হিন্দু পরিষদ]
উল্লেখ্য কয়েকদিন আগেই একই ভাবে কংগ্রেসের সঙ্গে মধ্যপ্রদেশে জোট ভেঙেছে বিএসপি৷ দলের নেত্রী মায়াবতী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে একাই চলবে তাঁর দল৷ কংগ্রেসের হাত ধরবেন না তিনি৷ অনেকদিন ধরেই এই তিন রাজ্যে বিধানসভা আসন নিয়ে দর কষাকষি চলছিল কংগ্রেস ও বিএসপির মধ্যে৷ মায়াবতীর পক্ষ থেকে যে পরিমাণ আসন চাওয়া হচ্ছিল তা দিতে রাজি ছিলেন না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ এরপরেই জোটের পথ থেকে সড়ে দাঁড়ান বিএসপি নেত্রী৷
The post মহাজোটে ধাক্কা! রাহুলের সঙ্গে জুটি বাঁধতে নারাজ অখিলেশ appeared first on Sangbad Pratidin.