shono
Advertisement

গুরুতর অসুস্থ প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্র, ভরতি দিল্লির এইমসে

কী হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির? The post গুরুতর অসুস্থ প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্র, ভরতি দিল্লির এইমসে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:16 PM Mar 19, 2018Updated: 03:05 PM Aug 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অসুস্থ প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্র৷ দিল্লির এইমসে ভরতি তিনি৷ সূত্রের খবর, সোমেন মিত্রের বুকে জল জমেছে৷ আপাতত দু-একদিন হাসপাতালে থাকতে হবে৷

Advertisement

[রান্না মডিউলার কিচেনে, পথ দেখাল বাঙুর হাসপাতাল]

সাতবারের বিধায়ক৷ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর একবার সাংসদও নির্বাচিত হয়েছিলেন৷ রাজ্য রাজনীতির বর্ণময় চরিত্র সোমেন মিত্র৷ এককালে শিয়ালদহ এলাকায় তাঁর দাপট প্রবাদে পরিণত হয়েছিল৷ ১৯৭২ সালে যখন এ রাজ্যে শেষবার সরকার গঠন করেছিল কংগ্রেস, সেবারই শিয়ালদহ বিধানসভাকেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন সোমেন৷ পরবর্তীকালে রাজ্যের ক্ষমতায় পালাবদল ঘটলেও, নিজের আসনটি ধরে রেখেছিলেন৷ ২০০৬ সাল পর্যন্ত কংগ্রেসের বিধায়ক ছিলেন সোমেন মিত্র৷ প্রদেশ কংগ্রেস সভাপতিও হয়েছিলেন৷ তবে দলীয় নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের কারণে কংগ্রেস ছাড়েন সোমেন মিত্র৷ বঙ্গ রাজনীতিতে আত্মপ্রকাশ করে তাঁর দল প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস৷ সেটা ২০০৮ সালে৷ কিন্তু, রাজনীতির ময়দানে নয়া দল গড়ে তেমন সুবিধা করতে পারেননি পোড়খাওয়া এই কংগ্রেস নেতা৷ ২০০৯ সালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে৷ সেবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সোমেন মিত্রকে প্রার্থী করে শাসকদল৷ প্রথমবার সাংসদ নির্বাচিত হন তিনি৷ কিন্তু, ২০১৪ সালে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে ফের কংগ্রেসে ফেরেন সোমেন৷

[বউবাজারে আরেকটা পার্থ দে, মায়ের দেহ আগলে বসে ‘অপ্রকৃতিস্থ’ ছেলে]

গত বিধানসভা ভোটে চৌরঙ্গী বিধানসভাকেন্দ্রের কংগ্রেস প্রার্থী ছিলেন সোমেন মিত্র৷ তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্য হেরে যান৷ এখন সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি৷ কংগ্রেসের কোনও কর্মসূচিতে আর দেখা যায় না প্রবীণ এই নেতা৷ সূত্রের খবর, বয়সজনিত কারণে এখন আর খুব সুস্থও নন সোমেন মিত্র৷ সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি৷ চিকিৎসার জন্য তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে৷ এইমসে ভরতি সোমেন মিত্র৷ চিকিৎসকরা জানিয়েছেন, প্রবীণ এই কংগ্রেস নেতার বুকে জল জমে গিয়েছে৷ তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ আপাতত দু-এক হাসপাতালে থাকতে হবে৷

[বেহালায় অকাল ক্রিকেট! বাইশ গজের লড়াইয়ে তাক লাগালেন পুজোপাগলরা

The post গুরুতর অসুস্থ প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্র, ভরতি দিল্লির এইমসে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement