সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত জোড়ো যাত্রা চলাকালীন বিজেপিকে (BJP) আক্রমণ করে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেছিলেন, ”ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলতে এসেছে কংগ্রেস (Congress)।” সেই বক্তব্য মোদি বিরোধী প্রচারে কংগ্রেসের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। শনিবার ভোটমুখী রাজস্থানে (Rajasthan) দলীয় সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) পালটা বললেন, “কংগ্রেস মানেই লুটের দোকান, মিথ্যের বাজার।”
মাস কয়েক বাদেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। ঘুঁটি সাজাচ্ছে সব দল। মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং তরুণ নেতা শচীন পাইলটের বিবাদ মিটিয়ে ফেলেছে কংগ্রেস। শনিবারই পাইলট বার্তা দিয়েছেন, গেহলটের সঙ্গে তাঁর লড়াই এখন অতীত। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরামর্শে তিনি সব গণ্ডগোল মিটিয়ে ফেলেছেন। এহেন পরিস্থিতিতে চাপে গেরুয়া শিবির। এদিকে গত নয় মাসে এই নিয়ে সাতবার মরুরাজ্যে মোদি।
[আরও পড়ুন: পঞ্চায়েত ক্ষোভকে লোকসভায় কাজে লাগান! বঙ্গ বিজেপিকে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বর]
দলীয় সভায় মোদির দাবি, কংগ্রেস সরকারের নীতির কারণেই ভাল নেই রাজস্থানের কৃষকরা। তিনি বলেন, “গত ৪ বছরে কংগ্রেস নেতা-মন্ত্রীরা অন্তর্কলহে ব্যস্ত ছিল।” রাজ্যের জন্য কিছু করেনি। এমনকী রাজস্থানবাসীর জন্য কেন্দ্রীয় প্রকল্প থাকলেও তা বাস্তবায়িত করেনি রাজ্য সরকার। বিজেপি নাগরিক সুবিধার পরিকল্পনা করেছে, কংগ্রেস রাজ্যবাসীর ক্ষতি করেছে। এর পরই রাহুল গান্ধী মন্তব্যের পালটা মোদির স্লোগান, “কংগ্রেসের অর্থ লুটের দোকান, মিথ্যের বাজার।” উল্লেখ্য, ক’দিন আগে অগ্নিগর্ভ মণিপুরে গিয়েও রাহুল বলেন, “আমাদের ভালবাসার শক্তি হয়ে উঠতে হবে, ঘৃণার নয়।”