আইএম বিজয়ন: সুইডেন দলটার ভাগ্য সত্যি খারাপ৷ প্রথম ম্যাচে ওরা ড্র করেছিল৷ কিন্তু ওদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা যায়নি৷ ইতালি ম্যাচটা দেখুন৷ আগাগোড়া দাপট দেখিয়ে গেল ওরা৷ কিন্তু শেষ মুহূর্তে বাজি মেরে গেল ইতালি৷ এডের গোলটা বেশ ভাল৷ কিন্তু আমার মতে ‘অ্যাক্সিডেন্টাল’৷
একটা ব্যাপারে সবাই নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন৷ ফুটবলে তুমি যতই ভাল খেল না কেন, অভিজ্ঞতা সবসময় ফ্যাক্টর৷
প্রথম ম্যাচের ইতালির সঙ্গে সুইডেনের বিরুদ্ধে ইতালির মিল পেলাম না৷ কেমন যেন গুটিয়ে ছিল শুরুতে৷ জার্মানি ম্যাচটার কথা মনে পড়ছিল৷ দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরোলো ডি রোসিরা৷ পারোলোর হেড ক্রসবারে লাগল৷ তবে সেই অর্থে সুযোগ পাওয়া বলতে এডারই পেয়েছে৷ আর সেটা কাজে লাগিয়ে ম্যাচ বের করে দিল ও৷ ইব্রাহিমোভিচের জন্য খারাপ লাগছে৷ সাংঘাতিক পরিশ্রম করল গোটা ম্যাচে৷ সুযোগ তৈরি করল, দলকে নেতৃত্ব দিল৷ কিন্তু মাঠ ছাড়তে হল মাথা নিচু করে৷
আজুরি ফ্যানেদের শুনতে খারাপ লাগতে পারে৷ কিন্তু না বলে পারছি না, এই ইতালিকে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এখনই বলতে পারছি না৷ গ্রুপ লিগের ম্যাচেই এই অবস্থা৷ ওদের বড়জোড় নক আউট অবধি দেখতে পাচ্ছি৷ সাফল্য পেতে হলে ওই পর্যায়ে কিন্তু নতুন কিছু ভাবতে হবে ইতালি কোচ কন্টেকে৷ কারণ রোজ এমন ‘অ্যাক্সিডেন্টাল’ গোল কিন্তু হবে না৷
The post জিতলেও নক-আউটে এই ইতালির দুঃখ আছে appeared first on Sangbad Pratidin.