shono
Advertisement

যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠিতে অভিযুক্ত, শ্লীলতাহানি মামলায় গ্রেপ্তার কোচবিহারের অধ্যাপক

সোমবার তাঁকে তোলা হবে আদালতে।
Posted: 11:53 AM Sep 04, 2023Updated: 11:53 AM Sep 04, 2023

নিরুফা খাতুন ও অর্ণব আইচ: শ্লীলতহানির অভিযোগে গ্রেপ্তার কোচবিহারের অধ্যাপক রানা রায়। ভুবনেশ্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ অর্থাৎ সোমবার তাঁকে তোলা হবে আদালতে। যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায়ও নাম জড়িয়েছিল ধৃতের। 

Advertisement

জানা গিয়েছে, গত ২ সেপ্টেম্বর রানা রায়ের বিরুদ্ধে টালা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। তিনি বেলগাছিয়ার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, গত ৪ বছর ধরে বিভিন্নভাবে ওই মহিলাকে উত্যক্ত করেছেন রানা। বহুবার চিঠির মাধ্যমে কুপ্রস্তাব দিয়েছেন। বিভিন্ন সময় পিছু নিয়েছেন। গোপনাঙ্গ দেখানোর চেষ্টা করেছেন। গত ১৭ আগস্ট নাকি অভিযোগকারীকে জোর করে জড়িয়ে ধরেন অভিযুক্ত। এরপরই তিনি অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি।

[আরও পড়ুন: উপনির্বাচনের আগে ধূপগুড়ি মহকুমা ঘোষণার আশ্বাস, অভিষেককে নিয়ে কমিশনে নালিশ BJP-র]

সূত্রের খবর, ধৃত রানা আদতে কোচবিহারের বাসিন্দা। সেখানকার কলেজে অধ্যাপনা করতেন তিনি। শুধু মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারই নয়, এলাকার একাধিক দরিদ্র মানুষের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠিতেও নাম জড়িয়েছিল রানা রায়ের।

[আরও পড়ুন: আত্মহত্যার নাটক সাজিয়ে সেক্সটরশনের নতুন ছক! ফাঁদে পা দিলেই ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement