সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর পাকিস্তানে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যা নিয়ে বিতর্ক চরম আকার নিয়েছে। বিসিসিআই-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে পাকিস্তানে কোনওভাবেই দল পাঠাবে না ভারত। এই বিতর্কের মাঝেই পাকিস্তানকে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা বলে অভিযোগ তুলে ডোসিয়ার প্রকাশ করল ভারত। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, পাক সরকারের মদতে ইসলামাবাদে ফুলেফেঁপে উঠেছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি।
ভারতের প্রকাশিত ডোসিয়ারে পাকিস্তানের মদতে ভারতের মাটিতে চলতে থাকা সন্ত্রাসবাদী কার্যকলাপ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে, ভারতের মাটিতে ঘটা একের পর এক সন্ত্রাসবাদী কার্যকলাপে কীভাবে সরাসরি যুক্ত ইসলামাবাদ। গোয়েন্দা বিভাগের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এই সব সন্ত্রাসবাদী কার্যকলাপ বাস্তবায়িত করতে পাক সরকার সরাসরি সহায়তা করেছে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে। এমনকী সীমান্তে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কাঁটা হয়ে দাঁড়িয়েছে সে কথাও বলা হয়েছে রিপোর্টে।
তাৎপর্যপূর্ণভাবে দেশের গোয়েন্দা বিভাগের এই রিপোর্ট সেই সময় প্রকাশ্যে এল যখন পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিসিসিআই। নিরাপত্তাবাহিনীর রিপোর্টে প্রমাণ-সহ তুলে ধরা হয়েছে কীভাবে পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলি সরকারের সমর্থনে ভারতের মাটিতে একের পর এক হামলা চালিয়েছে। এবং সেনা অভিযানে ভারতের মাটিতে যে জঙ্গিদের মৃত্যু হয়েছে তারা পাকিস্তানের বাসিন্দা। এই বিষয়ে তথ্য প্রমাণও তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারতের আপত্তির কারণে এখনও সূচি প্রকাশ করা যায়নি। এমনকী পাকিস্তানে আদৌ এই ট্রফি হবে কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এর মধ্যেই জানা যায়, স্কার্দু, মুরি, মুজফফরাবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিটি ঘোরানোর ব্যবস্থা করেছে পিসিবি। যা পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে। ১৬ থেকে ২৪ নভেম্বর এই ট্যুর হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআইয়ের আপত্তির পর তড়িঘড়ি পদক্ষেপ নেই আইসিসি। যার ফলে পাক অধিকৃত কাশ্মীরে এই বিশেষ ট্যুর বাতিল করা হয়েছে।