shono
Advertisement

Breaking News

থানার ভিতরেই ঝুলন্ত দেহ! পুলিশকর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য কেরলে

আর্থিক অনটনে ভুগছিলেন ওই পুলিশকর্মী।
Posted: 07:34 PM Oct 16, 2023Updated: 07:36 PM Oct 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের একটি থানায় উদ্ধার হয়েছে এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। ঠিক কী কারণে ওই আধিকারিক আত্মহননের পথ বেছে নিলেন তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, অর্থকষ্টের জন্যই এই চরম পদক্ষেপ নিয়েছেন তিনি।  

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, মৃত ওই পুলিশ আধিকারিকের নাম গিথু কৃষ্ণাণ। তিনি কেরলের (Kerala) ত্রিশুর অঞ্চলের একটি থানায় কর্মরত ছিলেন। রবিবার সকাল ৭টা নাগাদ থানার বিশ্রাম কক্ষ থেকে উদ্ধার করা হয় গিথুর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের ওই পুলিশকর্মীর স্ত্রী ও চার বছরের মেয়ে রয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমেছে পরিবারে।    

[আরও পড়ুন: ‘হৃৎস্পন্দন বন্ধ করব না!’ ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বার গর্ভপাতের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের]

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন গিথু। পুলিশের তরফে জানানো হয়েছে, আর্থিক অনটনে ভুগছিলেন মৃত ওই পুলিশকর্মী। যার কারণে তিনি অবসাদের মধ্যে দিয়েও যাচ্ছিলেন। গত কয়েকদিন ধরেই তাঁর সহকর্মীদের সঙ্গে কথাবার্তাও বন্ধ করে দেন গিথু। তার পরই এই মর্মান্তিক কাণ্ড। আগামী দিনেও ঘটনার পরবর্তী তদন্ত জারি থাকবে বলে জানা গিয়েছে।   

[আরও পড়ুন: ‘ভারতে থাকতে হলে ভারত মাতা কি জয় বলতেই হবে’, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement