shono
Advertisement

Breaking News

রাত পোহালেই শুরু শতবর্ষের কোপা

ব্রাজিল নামছে রবিবার আর আর্জেন্টিনা মঙ্গলবার৷ একে আয়কর ঝামেলা৷ তার উপর কোপা শুরুর আগে পায়ে চোট৷ সব মিলিয়ে কোপা শুরুর আগেই মেসি সামান্য বিপর্যস্ত৷ তারজন্য অবশ্য কোপা জয়ের ভাবনা থেকে সরছেন না৷ গ্রুপে আর্জেন্টিনাকে খেলতে হবে গতবারের চ্যাম্পিয়ন চিলির বিরুদ্ধে৷ The post রাত পোহালেই শুরু শতবর্ষের কোপা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:03 PM Jun 03, 2016Updated: 02:20 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই শুরু ফুটবলের মহারণ৷ ইউরো কাপ শুরু হতে সপ্তাহ খানেক দেরি৷ তার আগে বিশ্বের অন্য প্রান্তে দেশের জার্সি গায়ে মাঠে নেমে পড়বেন লিও মেসি, লুই সুয়ারেজ, রডরিগেজরা৷ এবার ১০০ বছর পূর্ণ হচ্ছে কোপা আমেরিকার৷ নিন্দুকেরা বলছেন, এটা তো আর আসল কোপা নয়৷ কিন্তু যেখানে খেলছে ব্রাজিল, আর্জেন্টিনা উরুগুয়ে, চিলির মতো দলগুলি, সেখানে আর আসল-নকল নিয়ে প্রশ্ন করার অবকাশই থাকে না৷ তবে এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মজাটাই দ্বিগুণ হবে৷ গতবার ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়েছিল মেসির আর্জেন্টিনার৷ দলকে এবার চ্যাম্পিয়ন করতে মরিয়া এলএম টেন৷ এদিকে, দুরন্ত ফর্মে রয়েছেন সুয়ারেজও৷ এবার কলকাতার অবশ্য বিশেষ নজর থাকবে আরও একটা দলের দিকে৷ হাইতি৷ কারণ সেখানে খেলছেন মোহনবাগানের হার্টথ্রব সোনি নর্ডি৷
কোপার উদ্বোধনী ম্যাচে আমেরিকার বিরু‌দ্ধে নামার আগে বেশ চিন্তায় কলম্বিয়া৷ নিজেদের বা প্রতিপক্ষকে নিয়ে নয়৷ চিন্তা রেফারিং নিয়ে৷ তাদের গোলকিপার ডেভিড ওসপিনার বললেন, “রেফারিং নিয়ে আমরা চিন্তায় রয়েছি৷” একই কথা বলছেন কোচ হোসে পেকারম্যানও৷ তাঁর মতে, “আমরা ফেয়ার প্লে-তে বিশ্বাস করি৷ আশা করি কোনও সমস্যার মধ্যে পড়তে হবে না৷ ফুটবলে ভুল সিদ্ধান্ত হতেই পারে, তবে এমন কিছু যেন না হয় যা চোখে লাগে৷” রেফারি নিয়ে চিন্তা থাকলেও, ভাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী সকলে৷
ব্রাজিল নামছে রবিবার আর আর্জেন্টিনা মঙ্গলবার৷ একে আয়কর ঝামেলা৷ তার উপর কোপা শুরুর আগে পায়ে চোট৷ সব মিলিয়ে কোপা শুরুর আগেই মেসি সামান্য বিপর্যস্ত৷ তার জন্য অবশ্য কোপা জয়ের ভাবনা থেকে সরছেন না৷ গ্রুপে আর্জেন্টিনাকে খেলতে হবে গতবারের চ্যাম্পিয়ন চিলির বিরুদ্ধে৷
মেসির চিন্তা অন্য জায়গায়৷ কাগজে-কলমে কোপার সেরা দল আর্জেন্টিনা৷ বারবার দেশের হয়ে ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠেছে মেসির বিরুদ্ধে৷ এবার কি তাহলে দেশের হয়ে সাফল্য না পাওয়ার বদনাম ঘুচবে ফুটবলের রাজপুত্রর? এদিকে, ব্রাজিলের দল থেকে বাদ পড়েছেন নেইমার৷ চোটের জন্য নেই কাকাও৷ সবমিলিয়ে অনেকটাই ম্যাড়ম্যাড়ে পাঁচবারের বিশ্বজয়ী দল৷ বিশেষজ্ঞরা তাই দুঙ্গার দলের থেকে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন৷

Advertisement

The post রাত পোহালেই শুরু শতবর্ষের কোপা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement