shono
Advertisement

শব্দদানবের তাণ্ডবে বাধা, আলোর উৎসবে শহরে আক্রান্ত পুলিশ

পুলিশকে হেনস্তা করার অভিযোগে গ্রেপ্তার ৪৷
Posted: 05:11 PM Nov 08, 2018Updated: 05:11 PM Nov 08, 2018

অর্ণব আইচ: উৎসবের মরশুমে শহরে ফের আক্রান্ত পুলিশ৷ ভবানীপুর এবং নিউ মার্কেট এলাকায় শব্দবাজি রোধে অভিযান চালায় পুলিশ৷ ওই দুই জায়গাতেই আক্রান্ত হন পুলিশকর্মীরা৷ এই দুটি ঘটনাতেই এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বেশ কিছু পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ 

Advertisement

[শহরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার পুরোহিত]

বুধবার রাতে ভবানীপুরের এক বহুতলে বেশ কয়েকজন শব্দবাজি ফাটাচ্ছিলেন৷ খবর পেয়ে ওই বহুতলের সামনে হানা দেয় পুলিশ৷ অনুপ গুন নামে  বছর ৬৪-র এক বৃদ্ধও সেই সময় শব্দবাজি ফাটাচ্ছিলেন৷ পুলিশ বাধা দেওয়ায় রেগে যান তিনি৷ বহুতলের নিচে নেমে আসেন অনুপ৷ অভিযোগ, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি৷ এমনকী, কর্তব্যরত পুলিশকর্মীকে তিনি মারধর করেন বলেও অভিযোগ৷ এরপরই পুলিশ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে৷ ওই বহুতলে তল্লাশি চালিয়ে বেশ কিছু শব্দবাজিও বাজেয়াপ্ত করে পুলিশ৷

[শহরে শব্দবাজি, ডিজে রুখতে বিসর্জনেও নজর রাখবে ২৫৫টি পুলিশ পিকেট]

প্রায় একই ঘটনা ঘটে নিউ মার্কেট লাগোয়া এলাকায়৷ শব্দবাজি ফাটানো বন্ধ করতে গিয়ে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হন এক পুলিশকর্মী৷ অভিযোগ, জোরে গান চালিয়ে, মদ্যপ অবস্থায় শব্দবাজি ফাটাচ্ছিল ওই যুবক৷ তাকে বাধা দেয় পুলিশ৷ যদিও পুলিশের বাধা অগ্রাহ্য করে পুলিশের সামনেই আবারও শব্দবাজি ফাটাতে শুরু করে সে৷ আবারও বাধা দেয় পুলিশ৷ প্রথমে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে ওই মদ্যপ৷ পরে পুলিশকে মারধর করে সে৷ কর্তব্যরত অবস্থায় পুলিশকে মারধরের ঘটনায় মদ্যপ যুবকদের গ্রেপ্তার করা হয়েছে৷

[দূষণ ছাড়াই তুবড়ির রোশনাইয়ে সুবজ দীপাবলি, ‘লেজার শো’-এ পথ দেখাল সেনা]

ভবানীপুর এবং নিউ মার্কেট এলাকার এই দুটি ঘটনাতেই মোট চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় পুলিশকে মারধর, পুলিশের কাজে বাধা, নিয়ম অমান্য করে শব্দবাজি ফাটানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement