shono
Advertisement

Coronavirus: দেশের কোভিড গ্রাফে কিছুটা পতন, দৈনিক করোনা সংক্রমণ ৩৯ হাজার ছুঁইছুঁই

অনেকটা কমেছে দৈনিক মৃত্যুও, গত ২৪ ঘণ্টায় করোনার বলি ২১৯ জন।
Posted: 09:43 AM Sep 06, 2021Updated: 09:57 AM Sep 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বেশ কয়েকটি দেশের কোভিড (COVID-19) গ্রাফ চিন্তা বাড়িয়ে তুলেছিল। দৈনিক সংক্রমণ কিছুতেই ৪০ হাজারের নিচে নামছিল না। তবে এ সপ্তাহের শুরুতে সেই গ্রাফে বেশ খানিকটা পতন। দৈনিক সংক্রমণ নেমে এল প্রায় ৩৯ হাজারের কাছাকাছি। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। পাল্লা দিয়ে কমেছে দৈনিক মৃত্যুও। একদিনে করোনার বলি ২১৯ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে মহামারীর কবল থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯০৩ জন।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ (Active cases) করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৮৭৪, যা গত ২৪ ঘণ্টার তুলনায় অন্তত ৬ হাজার কম। মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১। সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লক্ষ ৮১ হাজার ৯৯৫ জন। আর মহামারীর কোপে প্রাণ হারিয়েছেন দেশের মোট ৪ লক্ষ ৪০ হাজার ৭৫২ জন।

[আরও পড়ুন: Rajasthan: খুনের হুমকি দিয়ে বোনকে ‘ধর্ষণ’ বাবার! জানাজানি হতেই আত্মহত্যা দাদার

কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে,  কেরলে (Kerala) গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৬ হাজার ৭০১ জন। অর্থাৎ দৈনিক সংক্রমণের সিংহভাগই কেরলের। সে রাজ্যে গত একদিনে করোনার বলি ৭৪ জন। মৃত্যুহার সামান্য কমলেও মাথাব্যথা থাকছেই সংক্রমণের গ্রাফে।

করোনার তৃতীয় ঢেউ রুখতে দেশজুড়ে আরও জোরদার হয়েছে টিকাকরণ (Corona vaccine) প্রক্রিয়া। এখনও পর্যন্ত দেশে মোট ৬৮ কোটি ৭৫ লক্ষ ৪১ হাজার ৭৬২ জন টিকা পেয়েছেন। রাজ্যে রাজ্যে টিকা সরবরাহ নিয়ে তৎপরতা বেড়েছে কেন্দ্রের। এ রাজ্য়ের স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, সোমবারই রাজ্যে ২৪ লক্ষ ডোজ কোভিশিল্ড আসছে। তিনটি বিমানে পুনে থেকে আসবে কোভিশিল্ড ভ্যাকসিন। বাগবাজারের সেন্ট্রাল স্টোরে রাখা হবে টিকা।  তাই সেখানকার কোল্ড চেন ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। এখনই সেন্ট্রাল স্টোরে প্রায় ৮ লক্ষ ডোজ ভ্যাকসিন রয়েছে। তার মধ্যে ২৪ লক্ষ ডোজ এলে মোট ৩২ লক্ষ ডোজের ভ্য়াকসিন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

[আরও পড়ুন: TMC in Tripura: ‘প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করাব’, ফেসবুক পোস্টে তৃণমূল নেতাদের হুমকি বিপ্লব দেবের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement