সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “সর্বদা গোটা দেশের ভালবাসা আর সমর্থন পেয়েছি। যা আমাদের এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে। এবার নিজেদের সাধ্যমতো দেশবাসীকে সেই মূল্য চোকানোর পালা আমাদের। এই পরিস্থিতি মোকাবিলায় আমাদের পরস্পরের পাশে দাঁড়াতে হবে।” করোনার বিরুদ্ধে লড়তে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে এ কথাই বললেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম-কেয়ার্স (PM- CARES) তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দিল ফেডারেশন।
করোনা মোকাবিলায় পিএম-কেয়ার্স ত্রাণ তহবিলের ঘোষণা করে দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন মোদি। সাড়াও পেয়েছেন বিস্তর। গোটা দেশ বুঝিয়ে দিয়েছে, করোনার বিরুদ্ধে একজোট সকলে। ব্যতিক্রমী নয় খেলার দুনিয়াও। তারকাদের অনেকেই এগিয়ে এসেছেন আক্রান্তদের সাহায্যার্থে। শচীন তেণ্ডুলকর থেকে বিরাট কোহলি, সুরেশ রায়না থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেট তারকারা আর্থিক সাহায্য করেছেন। টেনিসসুন্দরী সানিয়া মির্জা আবার অর্থ জোগাড় করতে ময়দানে নেমে পড়েছেন। দুস্থ পরিবারগুলির সাহায্যার্থে এক সপ্তাহে এক কোটি ২৫ লক্ষ টাকা তুলেছেন সানিয়া।
[আরও পড়ুন: ‘সৌরভের মতো সমর্থন ধোনি-কোহলির থেকে পাইনি’, অভিমান উগরে দিলেন যুবরাজ]
এদিকে, দশ লক্ষ টাকা অনুদান দিয়েছেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ। পাঁচ লক্ষ টাকা তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর তহবিলে এবং বাকি পাঁচ লক্ষ প্রধানমন্ত্রীর তহবিলে দিয়েছেন তিনি। টুইটারের একটি ভিডিওতে আবার দেখা যাচ্ছে, কয়েকজনকে সঙ্গে নিয়ে হায়দরাবাদের গাচ্ছিবলির শ্রমিকদের মোদির দেওয়া অত্যাবশকীয় দ্রব্য দিচ্ছেন মিতালি। এই সময় প্রত্যেককে একজোট হয়ে লড়াইয়ের অনুরোধও জানিয়েছেন তিনি।
এআইএফএফয়ের পাশাপাশি ভারতীয় ফুটবল দলেও COVID-19 মোকাবিলায় আর্থিকভাবে দেশের পাশে দাঁড়িয়েছে। যদিও সুনীল ছেত্রীরা ঐক্যবদ্ধভাবে কত অর্থ দিয়েছেন, তা জানা যায়নি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আবার এক লক্ষ টাকা দান করেছে পশ্চিমবঙ্গ ব্যাডমিন্টন সংস্থা। ভারতের ক্রীড়াদুনিয়া এভাবে কেন্দ্রের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
[আরও পড়ুন: বিশ বাঁও জলে আইপিএলের ভবিষ্যৎ, কোহলিদের বেতন কমানোর পথে বিসিসিআই!]
The post করোনা মোকাবিলায় অনুদান ফুটবল ফেডারেশনের, ক্রীড়াদুনিয়াকে ধন্যবাদ জানালেন মোদি appeared first on Sangbad Pratidin.