সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বাড়ল রাজ্যের কড়া বিধিনিষেধের মেয়াদ। তবে ১ জুলাই থেকে চলবে সরকারি-বেসরকারি বাস (Bus Service)। ছাড় পেল আরও কিছু সড়ক পরিবহণের মাধ্যম। তবে বন্ধই থাকছে ট্রেন, মেট্রো। সোমবার এ সংক্রান্ত একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
- ১৫ জুলাই পর্যন্ত বহাল কোভিড বিধিনিষেধ।
- রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরনো যাবে না।
- সাধারণের জন্য বন্ধ ট্রেন-মেট্রো। স্পেশ্যাল ট্রেন-মেট্রো যেমন চলছে, তেমনই চলবে।
- চলবে সরকারি-বেসরকারি বাস।
- ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস।
- চলবে টোটা-অটো।
- কোভিডবিধি মেনে খুলছে বিউটি পার্লার, সেলুন। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে।
- বাড়ছে বাজার খোলার সময়ও। সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে।
- অন্যান্য দোকান ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
- ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খুলছে জিম।
- বিবাহ অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জন উপস্থিত থাকতে পারবেন।
- রাজনৈতিক-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ২০ জন হাজির হতে পারবেন।
[আরও পড়ুন: রাজ্যে তৈরি হচ্ছে বিধান পরিষদ, বিধানসভায় গুরুত্বপূর্ণ বিল পেশ ৮ জুলাই]
রাজ্যের কোভিড সংক্রমণের শৃঙ্খল ভাঙতে জারি হয়েছিল কঠোর বিধিনিষেধ। ৩০ জুন শেষ হচ্ছে রাজ্যের সেই কঠোর বিধিনিষেধের মেয়াদ। এর পর বিধিনিষেধের মেয়াদ কি আরও বাড়বে? প্রশ্নটা সকলের মনেই ঘুরছিল। সেই সমস্ত প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়, “রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। পজিটিভিটি রেট কমেছে। কিন্তু এখনই সব ছাড় দেওয়া সম্ভব নয়। তবে অনেকে আবেদন জানিয়েছিলেন। তাই বেশকিছু ছাড় দেওয়া হচ্ছে।” পাশাপাশি, রাজ্যবাসীকে কোভিডবিধি মানার আবেদন জানিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, “অনেকে এখনও মাস্ক পরছেন না। তাঁদের বলব নিয়ম মানুন। না হলে রাজ্যের পুলিশ, প্রশাসন আইন অনুযায়ী বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”