shono
Advertisement

করোনা টিকা নেওয়ার পর দেশজুড়ে ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া, প্রাণ হারিয়েছেন দু’জন

এর সঙ্গে ভ্যাকসিন গ্রহণের কোনও সম্পর্ক নেই বলেই স্পষ্ট করেছে কেন্দ্র।
Posted: 09:22 PM Jan 18, 2021Updated: 09:26 PM Jan 18, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় করোনা টিকাকরণ অভিযানের তৃতীয় দিন পূর্ণ হল। গোটা দেশে এখনও পর্যন্ত ৩ লক্ষ ৮০ হাজারেরও বেশি ফ্রন্টলাইন কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে এর পার্শ্ব প্রতিক্রিয়ার খবর। টিকা নেওয়ার পর মৃত্যু হয়েছে দু’জনের। যদিও এর সঙ্গে ভ্যাকসিন গ্রহণের কোনও সম্পর্ক নেই বলেই স্পষ্ট করেছে কেন্দ্র।

Advertisement

জানা গিয়েছে, করোনার ভ্যাকসিন নেওয়ার পর দেশজুড়ে এখনও পর্যন্ত মোট ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। যাঁদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভরতি করতে হয়েছে। এই টিকা নেওয়ার পর প্রাণ হারিয়েছেন দু’জন। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে টিকা নেওয়ার সঙ্গে তাঁদের মৃত্যুর কোনও সম্পর্ক নেই। মৃতের একজন উত্তরপ্রদেশের মোরাদাবাদে ৪৬ বছরের মোহিপাল সিং। সেখানকার এক সরকারি হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন তিনি। টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তাঁর। তবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্পষ্ট করে দিয়েছেন, এই মৃত্যুর সঙ্গে ভ্যাকসিন নেওয়ার কোনও যোগ নেই। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, হার্টের সমস্যার কারণেই প্রাণ হারান মোহিপাল সিং। পরিবারের তরফেও জানানো হয়েছে, টিকা নেওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।

[আরও পড়ুন: এবার সাধারণতন্ত্র দিবসে কৌশল প্রদর্শন করবে অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান]

দ্বিতীয়জন কর্ণাটকের বরালির ৪৩ বছরের ব্যক্তি। কেন্দ্র জানায়, ওই ব্যক্তির মৃত্যুর কারণ কার্ডিয়াক-পালমোনারি ফেলিওর। যদিও তাঁর ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি। এদিকে, হাসপাতালে ভরতি হওয়া সাতজনের মধ্যে তিনজন দিল্লির। যদিও ইতিমধ্যেই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি কর্ণাটকের দু’জন, উত্তরাখণ্ডের একজন এবং ছত্তিশগড়ের একজন। তবে টিকা নেওয়ার কারণেই কেউ অসুস্থ হয়েছেন, এমন প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

এখনও পর্যন্ত দেশে মোট ৩ লক্ষ ৮১ হাজার ৩০৫ জন কোভিডযোদ্ধা টিকা পেলেন। যাঁদের মধ্যে সোমবার দেওয়া হয় মোট ১ লক্ষ ৪৮ হাজার ২৬৬ জনকে। এদিকে সোমবার ভ্যাকসিনেশনের পর রাজ্যে ১৪ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া। যাঁর মধ্যে ২জন হাসপাতালে ভরতি।

[আরও পড়ুন: ‘চ্যাট’ কাণ্ডে অর্ণবের বিরুদ্ধে দায়ের মামলা, যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement