কৃষ্ণকুমার দাস: বাংলায় করোনা ভ্যাকসিন (Corona vaccine) সরবরাহ নিয়ে একাধিক সমস্যা, জটিলতা আছে। কেন্দ্রের হিসেব থেকেই স্পষ্ট, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় কম টিকা পেয়েছে। বিশেষ করে কোভ্যাক্সিনের(Covaxin)আকাল রয়েছে। ভারত বায়োটেকের এই টিকার দ্বিতীয় ডোজ পেতে প্রায় নাভিশ্বাস উঠছে প্রাপকদের। তবে গত সপ্তাহে কলকাতায় এসেছে কোভ্যাক্সিন। ফলে মঙ্গল এবং বুধবার – ২ দিন মহানগরের ১৮টি মেগাসেন্টার-সহ ৬১টি টিকাদান কেন্দ্র থেকে মাত্র দু’দিনে কোভ্যাক্সিনের প্রায় ত্রিশ হাজার নাগরিককে দ্বিতীয় ডোজ দেবে কলকাতা পুরসভা (KMC)।
[আরও পড়ুন: Lalbazar-এর গুন্ডাদমন শাখার আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে ধৃত ব্যক্তি]
মঙ্গলবার ১৫,১৮০ এবং বুধবার ১৩,২৮০ জনকে কোভ্যাক্সিন দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফে। সোমবার এমমটাই জানিয়েছেন পুরসভার স্বাস্থ্য বিষয়ক প্রশাসক ও বিধায়ক অতীন ঘোষ। এছাড়াও অন্য ১৪৮টি টিকাদান কেন্দ্রে যথারীতি কোভিশিল্ড (Covishield) টিকা প্রথম ও দ্বিতীয় ডোজ দেবেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য প্রশাসকের কথায়, “যদি দেখা যায়, কিছু মানুষ মঙ্গল ও বুধবার এসে পৌঁছতে না পারেন তবে বৃহস্পতিবারও কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে মেগাসেন্টার থেকে।” কোভিডের টিকা দেওয়ার জন্য আগের তুলনায় আরও ১১টি সেন্টার বাড়িয়ে দিয়েছে পুরসভা। গত সপ্তাহ পর্যন্ত ছিল ১৯৪টি, সোমবার থেকে তা বেড়ে হয়েছে ২০৫টি। টিকার জন্য নির্দিষ্ট মেগাসেন্টারগুলির ঠিকানা রইল –
- গীতাঞ্জলি কমিউনিটি হল
- মুক্তধারা
- স্টার থিয়েটার
- চোরবাগান কমিউনিটি হল
- মেয়ো হাসপাতাল
- নীল মাধব লেনের বরো ৫ কমিউনিটি হল
- সুরেন্দ্রনাথ কলেজ
- রক্সি সিনেমা
- কেএমসি ময়দান টেন্ট
- শরৎ স্মৃতি সদন
- উত্তম মঞ্চ
- বাসন্তী দেবী কলেজ
- ক্যানেল রোড কমিউনিটি
- তারাতলা বাস ডিপো
- বরো ১৫ অফিস
- বরো ১৬ হেলথ অফিস
- আবাহন কমিউনিটি হল