সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফের চোখ রাঙাচ্ছে মহামারী। গত কয়েকদিন ধরেই কোভিড (COVID-19) গ্রাফে ওঠাপড়া চলছিল। তবে রবিবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান উদ্বেগ বাড়াল আরও কয়েকগুণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪২৭০ জন। শনিবার এই সংখ্যা ছিল ৩৯৬২। একদিনে কোভিডের বলি দেশের ১৫ জন, যা শনিবারের তুলনায় সামান্য কম। একাধিকবার কোভিড পজিটিভ হওয়ার নমুনাও সামনে আসছে। সংক্রমণ বাড়তে থাকায় ৫ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।
একলাফে একদিনে ৭ শতাংশ সংক্রমণ বৃদ্ধি কোভিড গ্রাফে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, শনিবারের তুলনায় দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে ৭ শতাংশ, যা উদ্বেগজনকই বটে। সুস্থতার হার নিম্নমুখী, বাড়ছে অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট। একমাস পর পজিটিভিটি রেট দাঁড়াল ১.০৩ শতাংশ। এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫২। গতকালের তুলনায় যা ১৬০০রও বেশি। গত ২৪ ঘণ্টায় মহামারীর কামড় থেকে সুস্থ হয়েছেন ২৬১৯ জন। সুস্থতার হার এ নিয়ে ৯৮.৭৩ শতাংশ।
এদিকে, সংক্রমণ লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় করোনা পরিস্থিতি নিয়ে পাঁচ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মহারাষ্ট্রের সরকারকে চিঠি লেখা হয়েছে কেন্দ্রের তরফে। বিশেষত কর্ণাটক ও মহারাষ্ট্রের কোভিড গ্রাফ চিন্তায় রাখছে।
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে ভরতির ক্ষেত্রে নিয়ম শিথিল, ন্যূনতম নম্বর জানিয়ে বিজ্ঞপ্তি শিক্ষা সংসদের]
দেশে মহামারীর নতুন ঢেউ আছড়ে পড়ার আগে টিকাকরণে জোর দিতে বুস্টার ডোজ হিসেবে কর্বেভ্যাক্সকে ছাড়পত্র দিয়েছে DCGI। শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে টিকা নির্মাতা সংস্থা ‘বায়োলজিক্যাল ই লিমিটেড’। সেইসঙ্গে জানানো হয়েছে, কোভ্যাক্সিন বা কোভিশিল্ড – যে কোনও টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পরে এটি নেওয়া যাবে। ১৮ বছরের ঊর্ধ্বে কোভিশিল্ড কিংবা কোভ্যাক্সিন দুই টিকা প্রাপকরাই বুস্টার ডোজ হিসেবে এই টিকাটি নিতে পারবেন। ইতিমধ্যে অবশ্য ১৯৪ কোটির বেশি ভ্যাকসিনের ডোজ পেয়ে গিয়েছেন দেশবাসী।