shono
Advertisement

Coronavirus Updates: দেশে একদিনে করোনা সংক্রমণ প্রায় সাড়ে ৮ হাজার, ৫৩৮ দিনে সর্বনিম্ন

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার বাড়ল অনেকটাই।
Posted: 09:45 AM Nov 22, 2021Updated: 10:12 AM Nov 22, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া কোভিডবিধি, টিকাকরণে জোর, জনসচেতনতার ত্রিফলায় দেশ ক্রমশই করোনা যুদ্ধে এগিয়ে চলেছে ভারত (India)। বহুদিন পর দেশে একদিনে করোনা সংক্রমণ নেমে এল ১০ হাজার বেশ খানিকটা নিচে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা ৮,৪৮৮। মৃত্যু হয়েছে ২৪৯ জনের। আর একদিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৫১০ জন। কমছে অ্যাকটিভ কেসও।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর (Active cases) সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৪৪৩ জন। মোট আক্রান্তের ০.৩৪ শতাংশ মাত্র। ২০২০ সালের মার্চ থেকে এটাই সর্বনিম্ন অ্যাকটিভ কেসের রেকর্ড। রবিবারও দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া ছিল ১০ হাজারের বেশি। তুলনায় সোমবারের পরিসংখ্যান অনেকটাই স্বস্তিদায়ক। 

[আরও পড়ুন: কৃষি আইন প্রত্যাহারের পরে ৩৭০ ধারা ফেরানোর দাবি, মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী]

কেরলের পরিস্থিতি নিয়ে যদিও এখনও জারি থাকছে চিন্তা। গত ২৪ ঘণ্টায় দেশে ৮,৪৮৮ জন করোনা আক্রান্তের মধ্যে ৫০৮০ জনই কেরলের। দক্ষিণের রাজ্যে একদিনে করোনার বলি ৪০ জন।  

জোরকদমে দেশে চলছে টিকাকরণ (Corona vaccination)।  ডিসেম্বরের মধ্যেই দেশের সকলকে টিকার সুরক্ষা দিতে বদ্ধপরিকর কেন্দ্র। সেইমতো কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং রাশিয়ার স্পুটনিক ভি দিয়ে চলছে টিকাকরণের কাজ। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন রাজ্যে খুলছে স্কুল-কলেজ। তবে সংক্রমণের আশঙ্কায় জমায়েতে এখনও জারি নিষেধাজ্ঞা। 

[আরও পড়ুন: পাঠানকোটের সেনাঘাঁটির কাছে গ্রেনেড বিস্ফোরণ, জারি হাই অ্যালার্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement