সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাযুদ্ধে ক্রমশই উন্নতির দিকে হাঁটছে দেশ। নভেম্বরের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন আরও কমল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজারের কিছু বেশি মানুষ নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। স্বাস্থ্যমন্ত্রকের নয়া পরিসংখ্যান অনুযায়ী, বেড়েছে দৈনিক সুস্থতার হারও। দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ফিরেছেন বেশি সংখ্যক মানুষ। আর তাতেই আশা আরও উজ্জ্বল হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২৩০ জন। নভেম্বরের প্রথম দিন এই সংখ্যাটা ছিল ৪৬, ৯৬৪। অর্থাৎ আজ আরও বেশ খানিকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয় বাড়ি ফিরেছেন ৫৩,২৮৫জন। এ নিয়ে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ৭৫ লক্ষ ৪ হাজার ৭৯৮। আরও একটি পরিসংখ্যানও যথেষ্ট লক্ষ্যণীয়। গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৮৫৫০ এই মুহূর্তে দেশে মোট করোনা পজিটিভ ৫ লক্ষ ৬১ হাজার ৯০৮।
[আরও পড়ুন: ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ফের আর্থিক প্যাকেজের ভাবনা কেন্দ্রের]
গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ৪৯৬ জন, এ নিয়ে দেশে মৃতের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৬০৭। আসন্ন শীতে ফের করোনার দ্বিতীয় ধাক্কার আশঙ্কা রয়েছেন বিশেষজ্ঞদের। সেসময় পরিস্থিতি কতটা ভয়াবহ হবে, তা নিয়ে চিন্তা থাকছেই। তবে করোনার কবল থেকে ভারতে (India) সুস্থতার উচ্চহারই বারবার বুঝিয়ে দিচ্ছে, ভাইরাসের সঙ্গে যুদ্ধে যথেষ্ট শক্তিশালী দেশ।