সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইজারল্যান্ডে বিজ্ঞানের জয়যাত্রা! একটি সুইস স্টার্টআপ সংস্থা সোলার প্যানেল বসাল রেলওয়ে ট্র্য়াকে। হ্যাঁ! ঠিকই পড়েছেন। কোনও বাড়ির ছাদে নয়, সোলার প্যানেল বসছে লাইনের ফাঁকা জায়গায়। তাহলে কি ট্রেন চলবে সৌরশক্তিতে? সেই প্রশ্নের সোজাসুজি উত্তর পাওয়া যায়নি। তবে পাইলট প্রকল্প হিসাবে এই কাজ শুরু করা হয়েছে। তিনটি পদ্ধতিতে এই শক্তি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ওই সংস্থা।
জানা গিয়েছে, ৪৮টি সোলার প্যানেল পশ্চিম সুইজারল্যান্ডে একটি গ্রামের ট্রাকে বসানো হয়েছে। এই প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় সাড়ে ছয় কোটি টাকা। এই প্রকল্প সফল হলে আগামিতে বাকি রেলওয়ে ট্রাকে তা বসানো হবে।
কীভাবে এই সোলার পাওয়ারকে ব্যবহার করা হবে?
সংস্থা সূত্রে জানা গিয়েছে, সোলার প্যানেলে ফটোভলট্রিক কারেন্ট তৈরি হবে। সেই বিদ্যুৎ তিনটে পদ্ধতিতে ব্যবহার করা যাবে। প্রথম পর্যায়ে, রেলওয়ের যে পরিকাঠামো রয়েছে সেখানে সরবরাহ করা যাবে। সেখান থেকে কারেন্ট যাবে বিভিন্ন অংশে।
দ্বিতীয় উপায়ে, রেলের যে কাছের জিআরডি স্টেশন আছে যেখানে সাপ্লাই দেওয়া হবে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, ৫৩২০ কিলোমিটার রেলওয়ে ট্রাকে বছরে ১ বিলিয়ন কিলোওয়াট বিদুৎ উৎপন্ন করতে পারবে। যাতে ৩ লক্ষ বাড়ির বিদ্যুতের চাহিদা মিটে যাওয়ার সমান।
রেললাইনে সৌর প্যালেন বসানোর সিদ্ধান্ত কেমনভাবে কোথায় মাথায় এল?
সৌর প্যানেল বসানো সংস্থা সান-ওয়েসের কর্ণধার জসেপ জানিয়েছে , সালটা ২০২০। ট্রেন জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় এই ভাবনা তাঁর মাথায় আসে। সব অনুমতি পাওয়ার কাজ শুরু হয়। তবে প্রথমে এই প্রকল্প বাতিল করে দেওয়া হয়। ট্রেনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কথা ভেবে তা বাতিল করে দেওয়া হয়। পরে তা কর্তৃপক্ষের অনুমতি পায়। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে রেল লাইন রক্ষণাবেক্ষণের জন্য সৈর প্যানেলগুলিকে সরিয়ে নেওয়া যাবে। এক ঘণ্টার মধ্যে ১ হাজার স্কোয়ার মিটার এলাকার প্যানেল সরিয়ে ফেলা সম্ভব।
এই প্রকল্পের সঙ্গে যুক্ত এককর্তা বলেন, "রেল,পাবলিক ট্রান্সপোর্টে ও প্রাইভেট কোম্পানি সৌরশক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছে। যা খুবই ভালো।" ওই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে সাউথ কোরিয়াস স্পেন, মার্কিন মুলুকের মতো দেশগুলি এই প্রকল্পের জন্য আগ্রহ প্রকাশ করেছে।
