সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে বিধিনিষেধ, অন্যদিকে টিকাকরণ। জোড়া সতর্কতামূলক পদক্ষেপে অনেকটাই নিয়ন্ত্রণে দেশের করোনা গ্রাফ। একটা সময় যেখানে দৈনিক চার লক্ষ মানুষ সংক্রমিত মানুষ সংক্রমিত হচ্ছিলেন। সেখানে গত কয়েক সপ্তাহ লাগাতার কমার পর সেটা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজারে। অ্যাকটিভ কেসও কমতে কমতে নেমে এসেছে ১৫ লক্ষের নিচে।
রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার ৭৫৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬৭৭ জনের। ম্রুতের সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম। একটা সময় দেশের দৈনিক মৃত্যু চার হাজারের উপরে উঠে গিয়েছল। তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
[আরও পড়ুন: দিল্লি সরকারকে রেশন দিতে বাধা দিচ্ছে কেন্দ্র, বিস্ফোরক অভিযোগ আপের]
স্বাস্থ্যমন্ত্রকের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা হল অ্যাকটিভ কেস। এদিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে প্রায় ৭৫ হাজারের কাছাকাছি। যার ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ১৫ লক্ষের নিচে। আপাতত অ্যাকটিভ কেস ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৭৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লক্ষ ৮৯ হাজার ২৩২ জন। সুস্থতার হার প্রায় ৯৩ শতাংশ। ইতিমধ্যেই ভারতে ২৩ কোটি ১৩ লক্ষ ২২ হাজার ৪১৭ জনকে টিকা দেওয়া হয়েছে। নিয়মিত বাড়ছে করোনা পরীক্ষার হারও। ইতিমধ্যেই দেশে ৩৬ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে প্রায় ২০ লক্ষ ৩৬ হাজার।