সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ দুয়েক ধরেই দেশের করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। একটা সময় যে দৈনিক সংক্রমণ চার লক্ষ ছাড়িয়েছিল, সেটা কমতে কমতে নেমে এসেছে ১ লক্ষ ৩০ হাজারের কোঠায়। শুক্রবারও দেশের দৈনিক সংক্রমণ ১ লক্ষ ৩২ হাজারের কিছু বেশি। যা কিনা আগের দিনের থেকেও সামান্য কম। আগের দিনের থেকে বেশ খানিকটা কমেছে দৈনিক মৃত্যুও। সেটাও বেশ স্বস্তিদায়ক পরিসংখ্যান।
শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭১৩ জনের। ম্রুতের সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম। একটা সময় দেশের দৈনিক মৃত্যু চার হাজারের উপরে উঠে গিয়েছল। তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
[আরও পড়ুন: মে মাসের পর থেকেই ১৯ বার! রুটিন মেনে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম]
স্বাস্থ্যমন্ত্রকের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা হল অ্যাকটিভ কেস। এদিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে ৭০ হাজারের কাছাকাছি। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন। সুস্থতার হার প্রায় ৯৩ শতাংশ। করোনা রুখতে সবচেয়ে জরুরি হল টিকাকরণ। আর তাতেই এখন জোর দিচ্ছে সরকার। ইতিমধ্যেই ভারতে ২২ কোটি ৪১ লক্ষ ৯ হাজার ৪৪৮ জনকে টিকা দেওয়া হয়েছে।