সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর-অক্টোবরেই দেশজুড়ে আছড়ে পড়তে পারে করোনার (COVID-19) তৃতীয় ঢেউ। এমন আশঙ্কার কথা আগেই শুনিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকও সেরেছেন প্রধানমন্ত্রী। কেরল, মহারাষ্ট্রের পরিস্থিতি যে উদ্বেগজনক তা স্বীকার করে নিয়েছে কেন্দ্রও। তবে, এত উদ্বেগের মাঝেও দেশের দৈনিক করোনা সংক্রমণে ভালরকম স্বস্তি মিলল রবিবার। এদিন এক ধাক্কায় প্রায় সাত হাজার কমে গেল অ্যাকটিভ কেস। কমল দৈনিক আক্রান্তের সংখ্যাও।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৫৯১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটা কম। এর মধ্যে শুধু কেরলেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩২ লক্ষ ৩৬ হাজার ৯২১ জন। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪২ হাজার ৬৫৫ জন।
[আরও পড়ুন: যেমন কথা তেমন কাজ! যোগীর নির্দেশে মদ-মাংস মুক্ত হচ্ছে ‘পবিত্র তীর্থস্থান’ মথুরা-বৃন্দাবন]
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের ছবিটা উদ্বেগ বাড়ালেও স্বস্তি মিলেছে অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৪ হাজার ৯২১ জন। যা আগের দিনের ৬ হাজার ৫৯৫ জন কম। তবে, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৪ লক্ষ ৯ হাজার ৩৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ।
[আরও পড়ুন: ‘বিশ্বকে মানবতার মূল্য শিখিয়েছিলেন’, শিকাগো ভাষণের বর্ষপূর্তিতে স্বামী বিবেকানন্দকে স্মরণ মোদির]
টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৭৩ কোটি ৮৩ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭২ লক্ষের বেশি নাগরিক। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৫ লক্ষ ৩০ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা হয়েছে।