সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের কোভিড গ্রাফ সামান্য নিয়ন্ত্রণে আসতেই দেশের সার্বিক করোনা পরিসংখ্যানে স্বস্তি। পরপর দ্বিতীয় দিন নিম্নমুখী দৈনিক সংক্রমণ। একই সঙ্গে বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। যা কিনা গতবছর মার্চের পর সর্বোচ্চ। এই মুহূর্তে দেশের মৃত্যুহারও নেমে গিয়েছে ০.৯০ শতাংশে।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ হাজার ৬১৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৯০ জন। এই সংখ্যাটাও কমবেশি আগের দিনের মতোই। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৬ হাজার ৬৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সামান্য নিয়ন্ত্রণে এসেছে কেরলের পরিস্থিতি। সেরাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৮ হাজারের কিছু কম।
[আরও পড়ুন: জনগণনায় জাতির উল্লেখকে সমর্থন নয়! সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র]
সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৪৪২ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৮ লক্ষ ৭৬ হাজার ৩১৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ৪৬ জন।
[আরও পড়ুন: COVID-19 Guidelines: সংক্রমণ ৫ শতাংশের বেশি হলে সেই জেলায় উৎসব নয়, নির্দেশ কেন্দ্রের]
টিকাকরণের (Vaccination) গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৮৪ কোটি ৮৯ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭১ লক্ষের বেশি নাগরিক। গতকাল দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫ লক্ষ ২৭ হাজার ৪৪৩ জনের।