সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই দিনে দেশের করোনা পরিসংখ্যানে জোড়া স্বস্তি। একদিকে যেমন দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে কমতে নেমে এল ৪২ হাজারে। অন্যদিকে তেমনই করোনার টিকাকরণে নয়া রেকর্ড গড়ল দেশ। একদিনেই দেশে টিকা পেলেন ৮৬ লক্ষের বেশি মানুষ। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। আগামী মাস থেকে দৈনিক এক কোটি মানুষের টিকাকরণের যে টার্গেট কেন্দ্র নিয়েছে, তার অনেকটাই কাছাকাছি চলে এসেছে ভারত।
মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ৬৪০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গত ৯১ দিনের মধ্যে সর্বনিম্ন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার ৮৬১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জনের। দেশের দৈনিক সংক্রমণের হার অনেকদিন ধরেই নিম্নমুখী। তবে, স্বাস্থ্যমন্ত্রককে উদ্বেগে রাখছিল মৃত্যুর পরিসংখ্যান। এবার মৃতের সংখ্যাতেও ক্রমশ স্বস্তি ফিরছে।
[আরও পড়ুন: সংসদে বিয়ে নিয়ে ভুল তথ্য দিয়েছেন নুসরত, লোকসভার স্পিকারকে চিঠি বিজেপি সাংসদের]
স্বাস্থ্যমন্ত্রকের জন্য বড় স্বস্তির জায়গা হল অ্যাকটিভ কেস। এদিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে ৩৮ হাজারেরও বেশি। যার ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৬২ হাজার ৫২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮১ হাজার ৮৮৯ জন। ইতিমধ্যেই ভারতে ২৮ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ২০১ জনকে টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে রেকর্ড ৮৬.১৬ লক্ষ মানুষ টিকা পেয়েছেন গতকাল। গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৬ লক্ষের বেশি মানুষের।