shono
Advertisement

Coronavirus: দেশে একধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ, আশঙ্কা বাড়াচ্ছে কেরল, মহারাষ্ট্র

দুই রাজ্যই আশঙ্কা বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের।
Posted: 09:44 AM Sep 09, 2021Updated: 09:49 AM Sep 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর কয়েকদিন দেশের দৈনিক করোনা (COVID-19) সংক্রমণ ছিল ৪০ হাজারের নিচে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে তা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। কিন্তু বৃহস্পতিবারের পরিসংখ্যান ফের চিন্তা বাড়াবে স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের। কারণ, এদিন ফের দৈনিক সংক্রমণ একধাক্কায় অনেকটা বেড়ে ৪৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ২৬৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে খানিকটা কম। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জন।

[আরও পড়ুন: এবার কি গোবলয়ের রাজনীতিতে পা রাখছে তৃণমূল? পিকে-অভিষেক বৈঠকের পর বাড়ছে জল্পনা]

এই মুহূর্তে দেশের দুটি রাজ্য তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে। এক, কেরল এবং দুই, মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। মহারাষ্ট্রে আক্রান্ত ৪ হাজারের বেশি। নাগপুর প্রশাসন বলছে করোনার থার্ড ওয়েভ চলে এসেছে। একই কথা শোনা গিয়েছে মুম্বইয়ের মেয়রের মুখেও। পরে অবশ্য তিনি দাবি করেছেন, করোনার তৃতীয় ঢেয় আসেনি। তবে বিধি না মানলে তা আসতে খুব একটা দেরিও নেই।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের পাশাপাশি ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪ জন। তবে, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন।

[আরও পড়ুন: ইন্দোর বিমানবন্দরে সাধ্বীর ব্যাগ থেকে উদ্ধার মানুষের খুলি ও হাড়, তীব্র চাঞ্চল্য]

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর চেষ্টা চলছে দেশজুড়ে। দেশে এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। ৭১ কোটি ৬৫ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৮৬ লক্ষের বেশি নাগরিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement