সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছিল এই মুহূর্তে ভারতের মোট কোভিড কেসের সিংহভাগই হচ্ছে কেরলে। শুক্রবার সকালেই স্বাস্থ্যমন্ত্রকের সেই দাবির স্বপক্ষে প্রমাণ মিলল। দেশের দৈনিক আক্রান্তের সিংহভাগই ঈশ্বরের আপন দেশের। আর কেরলে লাগাতার সংক্রমণ বাড়ার ফলে গোটা দেশেও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে কোভিড গ্রাফ। দেশের অ্যাকটিভ কেস এবং আক্রান্তের সংখ্যা দুটোই বাড়ছে।
শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ৬৫৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম।
[আরও পড়ুন: Corona Vaccine: কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমছে? কী বলছে কেন্দ্র?]
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩২ হাজার ৯৯৮ জন। এই সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে অনেক কম। ফলে এক ধাক্কায় অনেকটা বেড়েছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৮ লক্ষ ২১ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৬১ কোটি ২২ লক্ষ মানুষ।
[আরও পড়ুন: Coronavirus Updates: দেশের কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, দৈনিক সংক্রমণ ৪৬ হাজারেরও বেশি]
গত সপ্তাহেই দেশের দৈনিক আক্রান্ত ঘোরাফেরা করছিল ৩০-৩৫ হাজারের আশেপাশে। অথচ, গত কয়েকদিনে তা লাফিয়ে বেড়েছে শুধু কেরলে হঠাত করে সংক্রমণ অনেকটা বেড়ে যাওয়ায়। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ। যা চিন্তায় রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককেও করোনা অধ্যুষিত আরেক রাজ্য মহারাষ্ট্রেও আসন্ন উৎসবের মরশুমে সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্র সরকারের আশঙ্কা উৎসবের মরশুমেই করোনার তৃতীয় ঢেউ হানা দিতে পারে।