shono
Advertisement

আক্রান্ত সামান্য কমলেও মিলছে না স্বস্তি, দেশে একদিনে করোনার কবলে প্রায় ৯৭ হাজার

আগামী ৮ এপ্রিল ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর।
Posted: 10:31 AM Apr 06, 2021Updated: 05:38 PM Apr 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই রেকর্ড গড়ে দেশে দৈনিক করোনা সংক্রমণ ছাড়িয়েছিল ১ লক্ষের গণ্ডি। তুলনায় মন্দের ভাল মঙ্গলবারের করোনা গ্রাফ। এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। কিছুটা কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। তবে, দেশের সার্বিক করোনা গ্রাফ মোটেই স্বস্তিদায়ক নয়। ক্রমবর্ধমান এই সংক্রমণে রাশ টানতে ফের আসরে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ৮ এপ্রিল ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। একাধিক রাজ্য ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে। খাস রাজধানী দিল্লিতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নাইট কারফিউ জারি করেছে প্রশাসন।  

Advertisement

[আরও পড়ুন: ‘শক্তিশালী ও গ্রহণযোগ্য’ নেতৃত্ব গড়ার ডাক শাহর, রেকর্ড সংখ্যায় ভোটের আহ্বান মোদির]

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৬ হাজার ৯৮২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে হাজার পাঁচেক কম। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লক্ষ ৮৬ হাজার ৪৯ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৫৪৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৬ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য কম।

[আরও পড়ুন: ‘সময় এসে গিয়েছে’, গুজরাটেও এবার ট্রাক্টর মিছিল করার ডাক রাকেশ টিকায়েতের]

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫০ হাজার ১৪৩ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেক অনেক কম। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ৭ লক্ষ ৮৮ হাজার ২২৩ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লক্ষ ৩২ হাজার ২৭৯ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকা পেয়েছেন ৮ কোটি ৩১ লক্ষ ১০ হাজার ৯২৬ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement