সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই করোনায় মৃতের সংখ্যার নিরিখে ১ লক্ষ ১০ হাজারের গণ্ডি পেরিয়েছিল ভারত। উদ্বেগজনক এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পরদিনই সামান্য স্বস্তির খবর দিল স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা মৃত্যুর সংখ্যা অনেকটা কমল। তবে, সামান্য উদ্বেগ বাড়ল আক্রান্তের সংখ্যায়। এদিন দেশে মোট আক্রান্ত আগের দিনের তুলনায় সামান্য বেশি।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৭ হাজার ৭০৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় সাড়ে ৪ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ লক্ষ ৭ হাজার ৯৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা অনেকটা কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬৮০ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১১ হাজার ২৬৬ জন।
[আরও পড়ুন: করোনা আক্রান্ত সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব, নেই কোনও উপসর্গ]
স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৮২ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৬৩ লক্ষ ৮৩ হাজার ৪৪২ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ১২ হাজার ৩৯০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। ভারত এখনও প্রতি ১০ লক্ষ জনসংখ্যার বিচারে বিশ্বের মধ্যে সবচেয়ে কম সংক্রমিত দেশ। একইভাবে দেশের মৃত্যুহার বিশ্বের সর্বনিম্ন, সুস্থতার হার সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে করনা পরীক্ষা হয়েছে প্রায় ১২ লক্ষ।