সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অশনি সংকেত! আরও একবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৫০ হাজারের গণ্ডি। মাঝখানে বেশ কিছুদিন দেশের দৈনিক আক্রান্ত ৫০ হাজারের নিচেই ছিল। মাঝে দু’দিন সংখ্যাটা নেমে গিয়েছিল ৪০ হাজারেরও নিচে। কিন্তু বৃহস্পতিবার সকালে ফের মিলল বড়সড় অশনি সংকেত। শুধু সংক্রমণ নয়, মৃতের সংখ্যাটাও একধাক্কায় অনেকটা বেড়েছে। বেশ কিছুদিন বাদে দেশে একদিনে সাতশোর বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে করোনাজয়ী এবং নতুন আক্রান্তের সংখ্যার মধ্যে ব্যবধানও অনেকটা কমেছে। যা চিন্তায় রাখবে স্বাস্থ্যমন্ত্রককে।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার ২০৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৪ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ লক্ষ ৬৪ হাজার ৮৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও অনেকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭০৪ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৪ হাজার ৩১৫ জন।
[আরও পড়ুন: মার্কিন নির্বাচনের প্রভাব পড়বে না ভারত–আমেরিকা সম্পর্কে, দাবি বিদেশসচিব শ্রিংলার]
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৩৩১ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা বেশি হলেও নতুন আক্রান্তের তুলনায় খানিকটা কম। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান মাত্র সাড়ে ৫ হাজার। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৭ লক্ষ ১১ হাজার ৮০৯ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৯৬২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একবার ১২ লক্ষের বেশি করোনা পরীক্ষা হয়েছে।