সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজারের কাছাকাছি পৌঁছে গেল। আগামিকালই হয়তো উদ্বেগের ওই পরিসংখ্যান পেরিয়ে যাবে ভারত। করোনায় মৃতের নিরিখে এখন আমেরিকার পরেই এদেশ। তবে, দেশে মৃতের হার এবং প্রতি দশ লক্ষে মৃতের সংখ্যা দুটোই বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভাল। শুধু তাই নয়, গত কয়েক সপ্তাহে মৃতের সংখ্যাটা আগের তুলনায় অনেকটা কমারও ইঙ্গিত মিলেছে। এই উদ্বেগের মধ্যে সেটাই সামান্য স্বস্তি। এদিকে, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যাটা খানিকটা হলেও কমেছে।
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৬৩৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৩ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ লক্ষ ১১ হাজার ৭২৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা অবশ্য খানিকটা কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৬৭০ জনের। ফলে দেশে মোট মৃত্যু হল বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৪ হাজার ৯৮৫ জন।
[আরও পড়ুন: অপেক্ষার অবসান! ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে কোভ্যাক্সিন, দাবি ICMR আধিকারিকের]
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪ হাজার ১৫৭ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা কম। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান প্রায় ৭ হাজার। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৭ লক্ষ ৬৫ হাজার ৯৬৬ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২০ হাজার ৭৭৩ জন।