সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ থেকে করোনাভাইরাস নামক ব্যাধি যেন কিছুতেই বিদায় নিতে চাইছে না। দিওয়ালি এবং ভাইফোঁটার পর একটা সময় দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ১ হাজারের নিচে নেমে গেলেও সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। গত তিনদিন ধরে ফের বাড়তে শুরু করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। স্বস্তি শুধুই অ্যাকটিভ কেসে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২১ জন। বুধবারের তুলনায় যেটা অনেকটাই বেশি। গতকালই দেশের দৈনিক আক্রান্ত ছিল হাজারের খানিক বেশি। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ১৬ হাজার ৯৮ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.৪ শতাংশ।
[আরও পড়ুন: খনি কেলেঙ্কারিতে নাম জড়াল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর, ED দপ্তরে তলব হেমন্ত সোরেনকে]
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৪৬১ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ১০ হাজার ৫৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।
[আরও পড়ুন: গরু পাচার মামলা: দ্বিতীয় তলবে সাড়া, দিল্লির ইডি দপ্তরে অনুব্রতকন্যা]
এদিকে মহামারীকে নির্মূল করার লক্ষ্যে টিকাকরণ চলছে জোরকদমেই। ইতিমধ্যে দেশে করোনা টিকার (Corona vaccine) ২১৯ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৬৪ হাজার পাঁচশোর বেশি ডোজ পেয়েছেন দেশবাসী। তবে সম্প্রতি জনতার মধ্যে বুস্টার বা প্রিকশন ডোজ নেওয়ার আগ্রহ কমছে বলেও লক্ষ্য করেছে কেন্দ্র। এদিকে এদিন দেশে করোনা পরীক্ষার সংখ্যা খানিকটা বেড়ে হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার।