সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার। ফের ৩০ হাজারের নিচে নামল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরেই দেশে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলছিল। দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৩০ হাজারের আশেপাশেই ঘোরাফেরা করছিল। শুক্রবার তা ২৯ হাজারে নেমে এসেছে। আসলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশে করোনা সংক্রমণ বাড়ার যে আশঙ্কা করা হচ্ছিল, তা কার্যত ভুল প্রমাণিত হয়েছে। বস্তুত, শীত যত বাড়ছে সংক্রমণের মাত্রা ততটাই নিম্নমুখী। গত কয়েক সপ্তাহের পরিসংখ্যান সেকথাই বলছে। যা স্বাস্থ্যমন্ত্রকের জন্য বড়সড় স্বস্তির খবর।
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ হাজার ৩৯৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় দু’হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ লক্ষ ৯৬ হাজার ৭৭০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৪১৪ জনের। এই সংখ্যাটা কমবেশি আগের দিনেরই সমান। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪২ হাজার ১৮৬ জন। যা খানিকটা চিন্তায় রাখছে স্বাস্থ্য মন্ত্রককে। আসলে সংক্রমণ কমলেও প্রায় প্রতিদিনই চারশোর বেশি মানুষ এই মারণ ভাইরাসের বলি হচ্ছেন। যা চিন্তার তো বটেই।
[আরও পড়ুন: রাজস্থানের সরকারি হাসপাতালে শিশুদের মৃত্যুমিছিল! কয়েক ঘণ্টায় মৃত ৯ সদোজাত]
তবে স্বস্তি দিচ্ছে দৈনিক সুস্থতার সংখ্যাটা। কারণ, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৫২৮ জন। যা দৈনিক করোনা আক্রান্তের থেকে অনেকটা বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৯২ লক্ষ ৯০ হাজার ৮৩৪ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ৬৩ হাজার ৭৪৯ জন।