সুব্রত বিশ্বাস: ভিসা নিয়ে ভারতে এসেছেন। বানিয়ে নিয়েছেন ভোটার-আধার কার্ডও! এবার কলকাতা স্টেশন থেকে গ্রেপ্তার ‘বাংলাদেশি’ বৃদ্ধ-বৃদ্ধা। ঢাকায় ভাইঝির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওই দম্পতি। বৈধ নাগরিকত্ব না থাকায় তাঁদের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে অভিবাসন দপ্তর।
রেল পুলিশ জানিয়েছে, রানাঘাটের বাসিন্দা সমরেন্দ্র ঘোষ (৬৮) ও অর্চনা ঘোষ (৬৩) সোমবার সকালে মৈত্রী এক্সপ্রেস ধরতে কলকাতা স্টেশনে আসেন। নিয়ম অনুযায়ী পাসপোর্ট পরীক্ষা করতে গিয়ে ইমিগ্রেশন দপ্তরের কর্মীরা দেখতে পান তাঁদের কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। তাঁরা ওপার বাংলার কুষ্ঠিয়ার কামারকালির বাসিন্দা। ২০১১ সালে পাসপোর্ট নিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন।
[আরও পড়ুন: আগামী সপ্তাহেই জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, তিন জেলায় প্রশাসনিক সভা]
এর পর ২০১৭ সালে শেষবার বাংলাদেশের থেকে ভিসা নিয়ে ভারতে আসার তথ্য পাওয়া যায়। ফলে তাঁদের বাংলাদেশের নাগরিক বলে চিহ্নত করে অভিবাসন দপ্তর। জিজ্ঞাসাবাদে বৃদ্ধ দম্পতি নিজেদের ভোটার কার্ড, আধার কার্ড দেখায়। যেখানে ঠিকানায় রানাঘাটের বাসিন্দা বলে উল্লেখ করা রয়েছে। অভিবাসন দপ্তর ভুয়ো নাগরিক হিসাবে চিহ্নিত করে অবৈধ প্রবেশকারী বলে রেল পুলিশের হাতে তুলে দেয় দুজনকে। তার পর তাঁদের গ্রেপ্তার করে কলকাতা স্টেশনের রেল পুলিশ।