shono
Advertisement

নিলাম করা যাবে মালিয়ার ৫৬০০ কোটি টাকার সম্পত্তি, অনুমতি দিল আদালত

ভারতের মোট ১৩টি ব্যাংকে ৯ হাজার কোটি টাকারও বেশি ঋণ রয়েছে মালিয়ার।
Posted: 06:41 PM Jun 05, 2021Updated: 06:41 PM Jun 05, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আদালতে ধাক্কা খেলেন ঋণখেলাপি বিজয় মালিয়া (Vijay Mallya)। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার নেতৃত্বাধীন ১৭টি ভারতীয় ব্যাংকের কনসোর্টিয়ামকে তাঁর বাজেয়াপ্ত সম্পত্তি নিলামে তুলে বিক্রি করার অনুমতি দিল বিশেষ PMLA আদালত। এর ফলে নিজেদের ঋণের টাকা উঁসুল করে নিতে পারবে ব্যাংকগুলি। সম্প্রতি এই সংক্রান্ত মামলার রায়ে এমনই নির্দেশ দিয়েছে ওই বিশেষ আদালত।

Advertisement

এই প্রসঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মল্লিকার্জুন রাও বলেন, “পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সম্পত্তি বিক্রি করতে ব্যাংকগুলিকে অনুমতি দিয়েছে বিশেষ PMLA আদালত। এর ফলে বিজয় মালিয়ার বকেয়া ধারের মধ্যে থেকে ৫৬০০ কোটি টাকা আদায় করা সম্ভব হবে। এবার এসবিআই বা বড় কোনও ব্যাংক ওই বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিগুলো বিক্রি করবে। কিংফিশারের কাছ থেকে খুব বেশি বকেয়া নেই পিএনবির, তবে ওই সম্পত্তিগুলো বিক্রির পর আমরাও নিজেদের শেয়ার পেয়ে যাব।” এর আগে লিকার ব্যারন বিজয় মালিয়ার বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি নিলামে তোলায় অনুমতি দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডিও। এবার সেই অনুমতি মিলল বিশেষ PMLA আদালতের।

[আরও পড়ুন: সরকারি কোভিড কিটে পতঞ্জলির করোনিল! ডাক্তারদের কটাক্ষের মুখে উত্তরাখণ্ড সরকার]

প্রসঙ্গত, ভারতের মোট ১৩টি ব্যাংকে ৯ হাজার কোটি টাকারও বেশি ঋণ রয়েছে মালিয়ার। ঋণখেলাপির তকমা গায়ে নিয়েই এদেশ থেকে পালিয়ে লন্ডনে গিয়ে আশ্রয় নেন মালিয়া। কিন্তু, সেখানেও বেশিদিন লুকিয়ে থাকতে পারেননি লিকার ব্যারন। ঋণখেলাপি ও কর ফাঁকি-সহ একাধিক অভিযোগে ২০১৭ সালের এপ্রিলে স্কটল্যান্ডে ইয়ার্ডের হাতে গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পরই অবশ্য জামিনও পেয়ে গিয়েছিলেন। মালিয়া যে লন্ডনে রয়েছেন, তা প্রকাশ্যে আসার পর থেকেই লিকার ব্যারনকে দেশে ফেরানোর চেষ্টা করছে একাধিক তদন্তকারী সংস্থা। কিন্তু, আইনি গ্যাঁড়াকলে তা এখনও সম্ভব হয়ে ওঠেনি।

[আরও পড়ুন: মমতাকে আটকাতে উপনির্বাচনে বাধা দেবে কমিশন, বিস্ফোরক অভিযোগ যশবন্ত সিনহার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement