shono
Advertisement

জেল চত্বরেই বসল আদালত, শুরু খালেদার বিচারপর্ব

তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। The post জেল চত্বরেই বসল আদালত, শুরু খালেদার বিচারপর্ব appeared first on Sangbad Pratidin.
Posted: 06:50 PM Sep 05, 2018Updated: 06:50 PM Sep 05, 2018

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিচারপর্ব শুরু হল কারাগার চত্বরেই। বুধবার, ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বসে বিশেষ আদালত। এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়। তবে বিচারপ্রক্রিয়া নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের দাবি, নেত্রীর বিরুদ্ধে বিচারের নাম প্রহসন করছে শাসকদল আওয়ামি লিগ।     

Advertisement

[‘ও বাঙালিবাবু বহুত আচ্ছা থা’, দুঃস্বপ্নের দিনেও মানবিক মুখ শহরের ট্যাক্সিচালকের]

‘জিয়া এতিমখানা’ দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত খালেদা বন্দি রয়েছেন ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে। বন্ধ জেলটিতে তিনিই একমাত্র বন্দি। কারাগারের প্রশাসনিক ভবনের নিচতলার ৭ নম্বর কক্ষে বিশেষ আদালত বসানো হয়েছে। ওই ভবনেই বন্দি রয়েছেন বিএনপি নেত্রী। মঙ্গলবার আইনমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে বিশেষ আদালতের কথা জানিয়েছিল। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন জানিয়েছিলেন, আগের দিন হাজিরা এড়িয়ে গিয়েছিলেন খালেদা জিয়া, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের অভিযোগ, বিচারের নাম সংবিধান লঙ্ঘন করছে শাসকদল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিচারের নাম প্রহসন মেনে নেওয়া হবে না। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আসন্ন নির্বাচন নিয়ে বেশ বিপাকে পড়েছে বিএনপি। একে নেত্রী কারাবন্দি, তার উপর তৃণমূল স্তরে দলীয় পরিকাঠামোয় ফাটল, সব মিলিয়ে বিরোধী দলের পরিস্থিতি জটিল। তবে ছাত্র আন্দোলন ও দুর্নীতির জেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে শাসকদল আওয়ামি লিগ। তাই খালেদাকে আটকে রাখাই নির্বাচনে ‘মাস্টারস্ট্রোক’ হতে পারে শাসকশিবিরের। 

      [মাঝেরহাট সেতু বিপর্যয়: স্বতঃপ্রণোদিত মামলা রুজু কলকাতা পুলিশের]                     

The post জেল চত্বরেই বসল আদালত, শুরু খালেদার বিচারপর্ব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার