সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টায় ফের সংক্রমিত বাংলার তিন হাজারেরও বেশি মানুষ। যাদের মধ্যে প্রায় ৬০০ জনই উত্তর ২৪ পরগনার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এই একদিনে মৃত্যু হয়েছে ৫০ জনের। ফলে জারি রয়েছে আতঙ্ক। তবে এসবের মাঝে সামান্য আশার আলো সুস্থতার হার। কারণ, তথ্য বলছে গত ২৪ ঘণ্টায়ও সংক্রমিতের তুলনায় সুস্থ হয়েছেন অনেক বেশি সংখ্যক মানুষ। সু্স্থতার হার প্রায় ৮২ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, ২৪ ঘণ্টা রাজ্যে নতুন করে সংক্রমিত৩,০১৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে তিলোত্তমা। সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৪২৪। অর্থাৎ পূর্বের তুলনায় অনেকটাই কম সংক্রমণের হার। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে নতুন করে সংক্রমিত ২০২ জন। হাওড়ার ১৬৭ জনের শরীরে নতুন করে থাবা বসিয়েছে করোনা। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৫৯,৭৮৫। সংক্রমিতের দিকে স্বস্তির দিলেও কলকাতার (Kolkata) মৃত্যুর হার জারি রেখেছে উদ্বেগ। কারণ, এদিন মৃত ৫০ জনের মধ্যে ১৯ জনই সেখানকার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) মৃত্যু হয়েছে ৭ জনের। বাঁকুড়ায় করোনার বলি হয়েছেন পাঁচজন। মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৩,১৭৬।
[আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লিলুয়ার রেল আবাসনের ছাদের একাংশ, জখম কিশোরী]
সংক্রমণের মতো সুস্থতার নিরিখেও এগিয়ে উত্তর ২৪ পরগনা। এদিনে সুস্থ হওয়া ৩,৩০৮ জনের মধ্যে ৫৪৫ জনই ওই জেলার। কলকাতার ৪৭২ জন এদিন সুস্থ হয়েছে। তথ্য বলছে, এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩, ৪৩৬ জনের। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৮, ৪৫, ৩৯৬ জনের। বর্তমানে বাংলায় মোট সরকারি কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা ৫৮২টি। সেখানে মোট রয়েছেন ২,৫০০ মানুষ।
[আরও পড়ুন: এই না হলে প্রেম! সেফ হোমে পরস্পরকে ছেড়ে থাকার আশঙ্কায় এ কী কাণ্ড ঘটালেন করোনা আক্রান্ত দম্পতি]
The post ২৪ ঘণ্টায় রাজ্যে ফের করোনা আক্রান্তের চেয়ে বেশি সুস্থতার হার, মৃত্যু ৫০ জনের appeared first on Sangbad Pratidin.