সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচলিত ধারণা বলছে, বড়দের দেখানো পথেই নাকি হাঁটে ছোটরা৷ তরুণ বাম নেতা শতরূপ ঘোষের ক্ষেত্রেও তার অন্যথা ঘটল না৷ বরং দলের বর্ষীয়ান নেতা সূর্যকান্ত মিশ্রের দেখানো পথেই হাঁটলেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় রুচিহীন পোস্ট করলেন শতরূপ৷ তা নিয়ে উঠেছে নিন্দার ঝড়৷ পরপর দুই নেতার এমন কাজে রীতিমতো বিড়ম্বনায় গোটা দল৷
[আরও পড়ুন: ফণী পরবর্তী শহরে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, গরমে অসুস্থ হয়ে মৃত ১]
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শতরূপ ঘোষ৷ আপাতদৃষ্টিতে একটি হাতের ছবি৷ যেখানে পাঁচটি আঙুল স্পষ্ট দেখা যাচ্ছে৷ চারটি আঙুল নামানো থাকলেও মাঝে দাঁড়িয়ে রয়েছে ‘মধ্যমা’৷ তাতে লেখা রয়েছে ‘BJP, TMC’৷ তর্জনীতে ভোট দেওয়ার পর কালি লাগানোর দাগ স্পষ্ট৷ ওই আঙুলে লেখা রয়েছে ‘CPIM’৷ বৃদ্ধাঙ্গুষ্ঠে নীল কালির দাগও রয়েছে৷ ‘মধ্যমা’ উঁচিয়ে এই ছবির মাধ্যমে শতরূপ যে বিরোধীদের তোপ দেগেছেন তা বুঝতে বিশেষ অসুবিধা হয়নি নেটিজেনদের৷ পাশ্চাত্য সংস্কৃতিতে ‘মধ্যমা’ দেখানো যথেষ্টই অসম্মানজনক৷ এ দেশেও যে ‘মধ্যমা’ দেখানো সম্মানজনক তা বলা চলে না৷ ইতিমধ্যেই নেটদুনিয়ায় উঠেছে সমালোচনার ঝড়৷ অনেকেই শতরূপের রুচি নিয়ে প্রশ্ন করছেন৷ নেটিজেনদের একাংশের দাবি, শতরূপ আদতে যতখানি শিক্ষিত এবং রাজনীতিক জ্ঞানসম্পন্ন বলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন তা আদতে নয়৷ যদি তিনি প্রকৃত শিক্ষিত হতেন তবে এমন অশ্লীল পোস্ট সোশ্যাল মিডিয়ায় করতে পারতেন না৷ কেউ কেউ আবার শতরূপের রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন৷ আবার অনেকেই এই পোস্টের সূত্র ধরে শতরূপের রাজনৈতিক দক্ষতা নিয়ে প্রশ্ন করছেন৷
[ আরও পড়ুন: সুরের সিঁড়ি বেয়ে বাধার বেড়া পার, সিবিএসই দশমে নজিরবিহীন সাফল্য অটিস্টিক কৃতীমানের]
সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রীর ইংরাজি উচ্চারণ নিয়ে কটাক্ষ করেন সূর্যকান্ত মিশ্র৷ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন তিনি৷ সেই পোস্টের বিরুদ্ধেই সুর চড়ায় নেটিজেনদের একাংশ৷ একজন ‘উচ্চশিক্ষিত’ মানুষ হওয়া সত্ত্বেও কীভাবে কারও দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন, সেকথাও বলেন অনেকে৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তরুণ বাম নেতার পোস্ট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে৷ ক্রমশই বামেদের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে৷ নির্বাচনী আবহে দুই নেতার এমন কাজে জনপ্রিয়তায় আরও ভাঁটার টান পড়তে পারে বলেও আলোচনা শুরু হয়েছে দলের অন্দরে৷ মুখে কিছু না বললেও, এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে বাম শিবির৷
The post সোশ্যাল মিডিয়ায় ‘মধ্যমা’র ছবি পোস্ট, সূর্যকান্তের পর বিতর্কে শতরূপ appeared first on Sangbad Pratidin.