shono
Advertisement

Breaking News

পুরভোটের আগে দলবদল, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কাউন্সিলর

দলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন কাউন্সিলর। The post পুরভোটের আগে দলবদল, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কাউন্সিলর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:37 PM Mar 07, 2020Updated: 02:37 PM Mar 07, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে পুরভোট। আর সেইসঙ্গে শুরু হয়েছে রাজনীতির ময়দানে দলবদলের মরশুম। শনিবার ঢাকঢোল পিটিয়ে তৃণমূলে যোগ দিলেন কলকাতার ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপিএম নেত্রী রীতা চৌধুরি। দলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এদিন তৃণমূলে যোগ দেন তিনি। এই যোগদানকে স্বাগত জানিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement

বাংলার রাজ্য রাজনীতিতে দলবদল নতুন কিছু বিষয় নয়। তাও শিয়রে যদি নির্বাচন হয়। দোলের পরই সম্ভবত পুরভোটের নির্ঘণট ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন। তাই তার আগেই শুরু হয়ে গিয়েছে দলবল। ৪১ নম্বর ওয়ার্ডের রীতা চৌধুরি আলিমুদ্দিনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। তাই তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়ন কর্মযজ্ঞের শরিক হতে চান। তাই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এই যোগদানকে স্বাগত জানিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর এই উন্নয়ন কর্মযজ্ঞে প্রত্যেকেই শামিল হতে চান। ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এই যোগদান আগামিদিনে শহরের উন্নয়নকে আরও দীর্ঘায়িত করবে।’

[আরও পড়ুন: এবার বিজেপির পোস্টারে রবীন্দ্রনাথের কবিতা বিকৃতির অভিযোগ, সরব নেটিজেনরা]

এদিকে, তৃণমূলের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলেছে সিপিএম। এবার পুরভোটে বাম-কংগ্রেস আসন সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে। বামেরা ৭০-৭৫টি আসনে এবং কংগ্রেস ৩০-৩৫টি আসনে প্রার্থী দিতে পারে বলে সূত্রের খবর। এর ফলে পুরনো সিপিএম কাউন্সিলররা টিকিট নাও পেতে পারেন এই আশঙ্কা রয়েছে। কংগ্রেসেরও তাই। যা নিয়ে দুপক্ষেরই নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। টিকিট না পাওয়ার আশঙ্কা থেকেই সিপিএম কাউন্সিলরের দলবদল হতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের।

The post পুরভোটের আগে দলবদল, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কাউন্সিলর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement