সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘকালের ট্র্যাডিশনে ছেদ। ৭৫ বছরের স্বাধীনতা দিবস অন্যান্য বারের থেকে একটু আদালাভাবেই পালনের সিদ্ধান্ত নিল সিপিএম (CPM)। এবার ১৫ আগস্ট আলিমুদ্দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। শুধু তাই নয়, বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে সিপিএম।
তবে শুধু আলিমুদ্দিনে নয়, আসন্ন স্বাধীনতা দিবসে (Independence Day) সারা দেশের সমস্ত পার্টি দপ্তরেই পতাকা উত্তোলন করা হবে বলেই সিপিএমের তরফে জানানো হয়েছে। পাশাপাশি এক বছর ধরে চলবে কর্মসূচি। ধর্ম নিরপেক্ষ, গণতন্ত্র,সাম্প্রদায়িকতার বিপদ, দেশের স্বাধীনতায় কমিউনিস্টদের ভূমিকা নিয়ে বর্ষব্যাপী চলবে প্রচার। রবিবার নিজেদের সিদ্ধান্তের কথা জানাল সিপিএম কেন্দ্রীয় কমিটি। জানা গিয়েছে, তিনদিন ধরে সেন্ট্রাল কমিটির ভারচুয়াল বৈঠকে বঙ্গ সিপিএমের তরফেই তেরঙ্গা উত্তোলনের প্রস্তাব দেওয়া হয়। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীই (Sujan Chakraborty) মূলত প্রস্তাব দেন। তাতেই মেলে সবুজ সংকেত।
[আরও পড়ুন: Tripura: দিনভর টানাপোড়েনের পর জামিনে মুক্ত ধৃত ১৪ TMC নেতা, নতুন করে অশান্তির আশঙ্কা Kunal-এর]
স্বাভাবিকভাবেই সিপিএমের এমন সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, বিজেপির দেশভক্তিকে পালটা দিতেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রে বিজেপি সরকারকে হঠাতে তৃণমূলের সঙ্গে হাত মেলাতেও যে পিছপা হবে না সিপিএম, সে ইঙ্গিত আগেই দেওয়া হয়েছে। এবার জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়ে বিজেপির দেশাত্মবোধকেই যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হল।
এদিকে জানা যাচ্ছে, সেন্ট্রাল কমিটির বৈঠকে সংযুক্ত মোর্চা নিয়ে আপত্তি তোলে কেরল লবি। কেরল লবির মতে, জোটবদ্ধ হয়ে ভোটের লড়াই আমজনতার কাছে গ্রহণযোগ্য হয়নি। তাদের ইঙ্গিত মূলত ISF-এর দিকেই। ISF-কে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে বলে মত পিনারাই বিজয়নের রাজ্য নেতৃত্বেরও। কেরল অস্বস্তিতে ফেললেও আলিমুদ্দিনের পাশে দাঁড়িয়েছে একেজি ভবন।