shono
Advertisement

উল্টোডাঙা উড়ালপুল বন্ধ থাকায় বাড়ছে যানজট, জেনে নিন বিকল্প রাস্তাগুলি

ভোগান্তি এড়াতে ৪টি বিকল্প রাস্তায় চলাচলের পরামর্শ ট্রাফিক পুলিশের৷ The post উল্টোডাঙা উড়ালপুল বন্ধ থাকায় বাড়ছে যানজট, জেনে নিন বিকল্প রাস্তাগুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:30 PM Jul 10, 2019Updated: 12:35 PM Jul 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৩-র পর ২০১৯৷ ফের নিত্য যাতায়াতকারীদের ভোগান্তির কারণ  হয়ে দাঁড়াল উল্টোডাঙা উড়ালপুল৷ রুটিন স্বাস্থ্যপরীক্ষার সময় মঙ্গলবার সন্ধেয় ওই উড়ালপুলের স্তম্ভে ফাটল দেখতে পান আধিকারিকরা৷ নিরাপত্তার স্বার্থে সন্ধে সাতটার পর থেকে উড়ালপুলে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়৷ তার জেরে ভিআইপি রোড, এয়ারপোর্ট, নিউটাউন, হাডকো মোড় লাগোয়া রাস্তাগুলিতে ব্যাপক যানজট তৈরি হয়৷ যার জেরে বুধবার সকাল থেকে গন্তব্যে পৌঁছতে নাজেহাল হতে হয় আমজনতাকে৷

Advertisement

[ আরও পড়ুন: কাজ করার সময়ে দুর্ঘটনা, কলকাতা বিমানবন্দরে মৃত্যু বিমানকর্মীর]

ফাটলের জেরে ভিআইপি রোড ও ইএম বাইপাসের সংযোগকারী উড়ালপুলে বন্ধ যানচলাচল। আগামী তিনদিন এই পরিস্থিতি জারি থাকবে বলেই জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ বুধবার ইঞ্জিনিয়াররা ওই উড়ালপুল পরিদর্শন করবেন৷ তারপরই ঠিক করা হবে আদৌ যানচলাচল বন্ধ থাকবে নাকি চালু করা হবে৷ যানজটে এক্কেবারে গলদঘর্ম অবস্থা নিত্য যাতায়াতকারীদের৷ কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ভোগান্তি কমাতে অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে৷

এজেসি রোড থেকে এয়ারপোর্টগামী গাড়িগুলিকে এপিসি রোড-শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে যশোর রোড ধরতে হবে। এয়ারপোর্ট থেকে কলকাতায় আসা গাড়িগুলিকে যেতে হবে নিউটাউনের রাস্তা ধরে চিংড়িঘাটার দিকে। সেখান থেকে ইএম বাইপাস ধরে শহরের যে কোনও প্রান্তে পৌঁছতে হবে৷ পুরনো ব্রিজ দিয়ে যাওয়া যেতে পারে লেকটাউন৷

[ আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন রাহুল-মমতা! বিতর্কিত ছবি ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে]

ভোগান্তি এড়াতে উল্টোডাঙা মোড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ৷ তবে বাসগুলিকে উল্টোডাঙা মোড় ব্যবহার করতে না দিয়ে কোনও উপায় নেই বলেও দাবি ট্রাফিক পুলিশদের৷ সেক্ষেত্রে ব্যক্তিগত গাড়ি, অ্যাপ ক্যাব বা ট্যাক্সি যদি ওই মোড় এড়িয়ে চলে তবে যানজট কিছুটা হলেও কম হবে। এয়ারপোর্ট মোড়ে যানজট নতুন কোনও বিষয় নয়, সেক্ষেত্রে যান নিয়ন্ত্রণের জেরে সমস্যা আরও প্রকট হল বলেই আশঙ্কা যাতায়াতকারীদের৷

The post উল্টোডাঙা উড়ালপুল বন্ধ থাকায় বাড়ছে যানজট, জেনে নিন বিকল্প রাস্তাগুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement