সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ২৪ এপ্রিল দিনটি উৎসবের থেকে কম কিছু নয়। যে দেশে ক্রিকেটকে ধর্ম বলে মনে করা হয়, সেই দেশে ক্রিকেটের ঈশ্বরেরই যে এদিন আবির্ভাব হয়েছিল। আর প্রত্যেকবারের এবারও তাই শুভেচ্ছার বন্যায় ভাসছেন শচীন তেণ্ডুলকর। কিন্তু এমন বিশেষ দিনে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক টুইটে ক্ষুব্ধ ভারতীয়রা। মাস্টার ব্লাস্টারকে এহেন ‘অপমান’ কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। তাই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ঘোর বিতর্ক।
ইমরান খান থেকে ম্যাগ্রা, ব্যাট হাতে বিশ্বের কোনও বোলারকেই রেয়াত করেননি মাস্টার ব্লাস্টার। সেই কারণেই তাঁর তুলনা টানা হয় স্যর ডন ব্র্যাডম্যানের সঙ্গে। সেই কারণেই তাঁকে ঈশ্বরের আসনে বসান তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরাও। সেই কারণেই ১০০ সেঞ্চুরির একাই মালিক থাকতে পারেন তিনি। কিন্তু শচীনের জন্মদিনে যে এভাবে কটাক্ষ করবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, তা হয়তো কেউই ভাবেননি। শুভেচ্ছা জানানো তো দূর, উলটে একপ্রকার অপমানই করা হয়েছে কিংবদন্তি ব্যাটসম্যানকে। শুধুমাত্র এটা বোঝানোর জন্য, যে বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়াই সেরা।
[মা হচ্ছেন সানিয়া, খেলোয়াড়ি ঢঙে ঘোষণা করলেন সুখবরটি]
মঙ্গলবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের একটি পুরনো ভিডিও পোস্ট করেছে অজি বোর্ড। যেখানে শচীনের বিপক্ষে বল করছেন অজি পেসার ড্যামেন ফ্লেমিং। আর অজি তারকার সেই ডেলিভারিতেই বোল্ড শচীন। ভিডিওর নিচে লেখা, ‘কিছু সুবর্ণ মুহূর্ত। হ্যাপি বার্থডে ড্যামিয়েন ফ্লেমিং।’ আর এই পোস্ট দেখেই মেজাজ হারিয়েছেন ভারতীয় ক্রিকেটভক্তরা। ফ্লেমিংকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে একইদিনে জন্মানো শচীনের আউটের ভিডিওটি ব্যবহার বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মত নেটিজেনদের। মাস্টার ব্লাস্টারকে ইচ্ছাকৃতভাবে অপমান করতেই এমনটা করা হয়েছে বলে মনে করছেন তাঁরা।
ফ্লেমিং এবং শচীন সমসাময়িক ক্রিকেটার। আন্তর্জাতিক মঞ্চে বহুবার মুখোমুখি হয়েছেন তাঁরা। হাত ঘুরিয়ে মোট সাতবার শচীনকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন অজি তারকা। কিন্তু শচীনও তো কম যান না। ফ্লেমিংয়ের সুইংকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন অনেকবার। এমনকী ১৯৯৮-এ শারজায় সেঞ্চুরি হাঁকিয়ে কার্যত একাই টিম ইন্ডিয়াকে কোকা কোলা কাপ জিতিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেবারও উলটোদিকে ছিলেন অস্ট্রেলিয়ার ফ্লেমিংয়ের। তাই শচীনের শুভদিনে অজি ক্রিকেট বোর্ডের এমন বিদ্রুপে ক্ষুব্ধ নেটিজেরা। তবে ভারতীয়রা জানেন, ‘শচীন’ নামের অমূল্য সম্পদ গোটা বিশ্বে তাঁদের কাছেই রয়েছে। যা কোনওভাবেই কেউ ছিনিয়ে নিতে পারবে না।
[ক্রিকেট থেকে কবে অবসর নিচ্ছেন? উত্তরে এ কথাই জানালেন যুবরাজ]
The post জন্মদিনে মাস্টার ব্লাস্টারকে ‘অপমান’ অজি ক্রিকেট বোর্ডের, ক্ষুব্ধ নেটিজেনরা appeared first on Sangbad Pratidin.