shono
Advertisement

Breaking News

পুলওয়ামার প্রতিবাদ, ইমরান খানের ছবি ঢাকল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া

সন্ত্রাসীদের পক্ষে পাক প্রধানমন্ত্রী, সরব কর্তৃপক্ষ৷ The post পুলওয়ামার প্রতিবাদ, ইমরান খানের ছবি ঢাকল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 03:37 PM Feb 17, 2019Updated: 09:27 PM Feb 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নতুন পাকিস্তান’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইমরান খান৷ কিন্তু ফল হয়েছে উলটো’ই৷ মুখে সন্ত্রাসবাদ নির্মূলের কথা বললেও, আদতে সযত্নে জঙ্গিদেরই লালন পালন করে চলেছে পাকিস্তান৷ সেজন্যই পুলওয়ামার মতো ভয়াবহ জঙ্গি হানায় জইশ প্রধান মাসুদ আজহারের যোগ মানতে চায়নি পাক সরকার৷ সে দেশের সরকারের এহেন আচরণে প্রাক্তন ক্রিকেটর তথা পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করেছে তার অনুরাগীদের মধ্যে৷ যার বহিঃপ্রকাশ ঘটল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপে৷ শুক্রবার ক্লাবের অন্দরে থাকা প্রাক্তন পাক অধিনায়কের একটি বড় চিত্র বা পোট্রেট ঢেকে দিল কর্তৃপক্ষ৷

Advertisement

[শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ক্রীড়াসম্মান অনুষ্ঠান স্থগিত রাখলেন বিরাট ]

ভোট প্রচারই হোক বা প্রথম ভাষণ, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করার বার্তা দিয়েছিলেন ইমরান খান৷ কিন্তু প্রধানমন্ত্রীর কুরসিতে জাঁকিয়ে বসেই নিজের প্রতিশ্রুতি ভুলেছেন বিশ্বখ্যাত প্রাক্তন এই পাক ক্রিকেটার৷ অন্য সরকারের মতোই পাক সেনা, আইএসআই-এর হাতের পুতুলে পরিণত হয়েছে ইমরানের সরকার৷ সে কারণেই, আন্তর্জাতিক মহলের চাপের মুখেও সন্ত্রাসবাদীদের পাশে দাঁড়িয়েছে তারা৷ অস্বীকার করেছে পুলওয়ামা জঙ্গি হানায় জইশ প্রধান মাসুদ আজহারের যোগও৷ ইতিমধ্যেই ইমরান খান ও পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে গোটা ভারত৷ গত বৃহস্পতিবার থেকেই দেশের একাধিক স্থানে পোড়ানো হচ্ছে ইমরানের কুশপুতুল ও ছবি৷ বিভিন্ন ভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন দেশবাসী৷ পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহায় ফুটছে সকলে৷

[পাকিস্তানকে দেওয়া ‘MFN’ তকমা বজায় রাখুক ভারত, কেন এমন চাইছেন গম্ভীর]

এবার পাক প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপ জয়ী প্রাক্তন পাক অধিনায়কের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াও৷ মুম্বইয়ের বিখ্যাত এই ক্লাবে রয়েছে বিশ্বের কালজয়ী ক্রিকেটারদের চিত্র বা পোট্রেট৷ কিন্তু পুলওয়ামা জঙ্গি হানায় পাক প্রশাসনের অবস্থান দেখে শুক্রবার ইমরান খানের সেই ছবি ঢেকে দিল ক্লাব কর্তৃপক্ষ৷ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রেমাল উদানি জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে এটাই তাঁদের প্রতিবাদের ভাষা৷

The post পুলওয়ামার প্রতিবাদ, ইমরান খানের ছবি ঢাকল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement