সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হয়ে তদ্বির করলেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সূর্যকুমারের পঞ্চাশ দেখার পরেই একথা বলেছেন ভাজ্জি। নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেছেন, ”সূর্যকুমার যাদবের সব ম্যাচ খেলা উচিত। কার জায়গায় খেলবে তা আমার জানা নেই। তবে ওর নাম সবার আগে লেখা উচিত। তার পরে বাকিদের নাম লেখা হোক।”
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন সূর্যকুমার। হরভজন বলেছেন, ”সূর্যকুমারের মতো প্লেয়ার দলকে জেতানোর ক্ষমতা রাখে। ম্যাচের রং একাই বদলে দিতে পারে। যেদিন পারফর্ম করবে, সেদিন ম্যাচটা একপেশে হবে। ওর মতো স্ট্রাইক রেট কারওরই নেই।”
AB de Villiers: একাধিক প্রস্তাব পেলেও কেন আইপিএল-এ কামব্যাক করেননি? জানালেন এবি ডিভিলিয়ার্স
সূর্যকুমার যাদব ২৯টি ওয়ানডে ম্যাচ থেকে ৬৫৯ রান করেছেন। ভারতের প্রাক্তন অফস্পিনার বলছেন, ”ফিনিশার হিসেবে আমাদের রয়েছে হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা। কিন্তু আমার মনে হয়, সূর্যকুমার যাদবের পাঁচ নম্বরে খেলা উচিত। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে খেলা উচিত সূর্যকুমারের। ওর থেকে ভালো খেলোয়াড় কোনও দলেরই নেই।”
[আরও পড়ুন: বিশ্বকাপে খেলতে নামার আগে ব্যাপক চাপে বাবর আজম! কিন্তু কেন?]